দেবরীনা মণ্ডল সাহা :- দীর্ঘ টালবাহানা, আইনি লড়াইয়ের পর অবশেষে টেট নেওয়া হচ্ছে আজ | দুপুর ১ টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। চলছে দুপুর ৩.৩০ পর্যন্ত | পরীক্ষা হচ্ছে ১৫০ নম্বরে | শূন্যপদ কত তা ঘোষণা ছাড়াই এই পরীক্ষা হচ্ছে | আবেদনকারীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ | পাঁচ বছর পর প্রাইমারি টেট হওয়ায় চাকরি প্রার্থীরা যেমন খানিকটা আশার আলো দেখছে, তেমনই বাংলার বিধানসভা ভোটের মুখে অবশেষে টেটের দিন ফেলতে পেরে কিছুটা হলেও স্বস্তিতে রাজ্য সরকার | সেন্টারে সেন্টারে কোভিড বিধিতে জোর | ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ টিচার এলিজিবিলিটি টেস্টে বা টেট গ্রহণের প্রক্রিয়া শুরু করে | বিভিন্ন দোলাচলতার কারণে সেই পরীক্ষা গত তিন বছরে নিয়ে উঠতে পারেনি পর্ষদ | অবশেষে সেই পরীক্ষা হচ্ছে | বর্তমান রাজ্য সরকারের আমলে এটি তৃতীয় টেট। এর আগে ২০১৩ সালের ৩১ মার্চ ও ২০১৫ সালে পরীক্ষা নেওয়া হয় | অতিমারির আবহে এ বছর বাড়ানো হয়েছে পরীক্ষাগ্রহণ কেন্দ্রের সংখ্যা। গোটা রাজ্যে প্রায় এক হাজার কেন্দ্রে টেট নেওয়া হচ্ছে | মানা হয়েছে সবরকম স্বাস্থ্যবিধি | প্রতি আসনে একজন করে বসেছেন |