প্রসেনজিৎ ধর :- ” তৃণমূলের শেষের শুরু হয়ে গিয়েছে। এবারে বাংলায় পদ্মফুল ফুটবেই”, বিজেপিতে যোগ দেওয়ার পরের দিনই ডুমুরজলা স্টেডিয়াম থেকে হুঙ্কার দিলেন নব্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় | গেরুয়া শিবিরে যোগদানের পর এটা রাজীবের প্রথম জনসভা | এদিন তিনি আরও বলেন, ‘এবারে আর ধমকে চমকে ভোট হবে না | মানুষ ১০০ শতাংশ নিরাপত্তার সঙ্গে ভোট দেবে | আমরা জানি ভোট কীভাবে করতে হয়|সেইভাবেই ভোট হবে | একুশের নির্বাচনে বাংলায় পদ্মফুল ফুটবেই |”
এদিন রাজীব বলেন, মানুষের জন্য কাজ করব | শুধু ২৯৪টা বিধানসভা কেন্দ্র নয়, পাড়ায় পাড়ায়, বুথে বুথে যাব আমি | এমনকি এদিন তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যে এক সরকার চাই|আমরা চাই ‘ডবল ইঞ্জিন’ সরকার| যা মানুষকে দিশা দেখাতে পারবে | এদিন প্রাক্তন বনমন্ত্রী বলেন, বাংলার জন্য স্পেশান অর্থনৈতিক প্যাকেজ চাই | অমিতজিকে বলেছি |অমিতজি আমায় বলেছেন, বাংলার মানুষের মুক্তির জন্য দরকারে ক্যাম্প করে পড়ে থাকব | তৃণমূলকে নিশানা করে রাজীবের বক্তব্য, এতদিন সরকার মানুষের কাছে যায়নি, তাই ভোটের মুখে এখন দুয়ারে দুয়ারে সরকার | এতদিন কোনও সমস্যার সমাধান করেনি, তাই ভোটের আগে পাড়ায় পাড়ায় সমাধান | শুধু তাই নয় স্বাস্থ্যসাথী কার্ড সবটাই ভাঁওতাবাজি বলে মন্তব্য রাজীবের | সবই ভোটের আগে গিমিক বলেও বলেন তিনি | বিজেপির প্রথম জনসভায় কার্যত শাসক দলকে তুলোধোনা করলেন রাজীব বন্দোপাধ্যায় |