Breaking News

‘আমার ছবিতে কালি ছেটালে, আমার হাতেও আলকাতরা আছে!’পার্থ কাণ্ড নিয়ে বিরোধীদের তোপ মমতার,পাল্টা কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা , কলকাতা :- বঙ্গবিভূষণের মঞ্চ থেকে এসএসসি দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে প্রথমবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | তাঁর স্পষ্ট কথা, “সারাজীবন আমি রাজনীতি জীবন ভোগ করার জন্য করিনি | আমার ধারণা ছিল রাজনীতি মানে ত্যাগ | সারাজীবন রাজনীতি করেছি দেশসেবার জন্য | কিন্তু রাজনীতিকদের মধ্যেও পার্থক্য থাকে। স্কুলে কি সব পড়ুয়া কি একরকম হয়? এক গাছে কি কলা আর আপেল হয়? আম আর আমড়া হয়? অন্যায়কে আমি সমর্থন করি না | দুর্নীতিকে সমর্থন করা আমার জীবনের নেশাও নয়, পেশাও নয় | আমি ১ লাখ টাকা করে সংসদের পেনশন পাই | এমএলএ বা চিফ মিনিস্টার হিসেবেও ২ লাখ করে পাই | অর্থাৎ মোট ৩ লাখ। কিন্তু ১১ বছরে একটা টাকাও নেইনি|”পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়ের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য | এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একই মঞ্চে রয়েছেন অর্পিতা | সোমবার নজরুল মঞ্চ থেকে তা নিয়ে বিরোধীদের তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় | বললেন,“আমি চাই বিচার হোক, দ্রুত সত্যটা সামনে আসুক | কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যদি যাবজ্জীবন কারাদণ্ডও হয় তাতেও কিছু মনে করব না | কিন্তু কেন আমার ছবি ব্যবহার করছেন টাকার পাহাড়ের সঙ্গে? আমি কারও পয়সায় খাই না | ওই মহিলাকে চিনি না |”এরপরই হুঙ্কার ছেড়ে তিনি বলেন, “যা আমি করি না, তার দায় আমি নেব না | আমার গায়ে কালি ছেটালে, আমার কাছে আলকাতরা আছে| যা ওয়াশিং মেশিনেও যাবে না|”এদিন মমতা আরও বলেন, ‘কোন চাকরির ক্ষেত্রে ১০০টা চাকরি হলে ১টা নিজের লোককে কেউ দেয় না? কাকে আপনি আপনার প্রতিষ্ঠানে রাখবেন সেটা আপনার পছন্দ | কোনও সংবাদমাধ্যম বলতে পারবে তারা খুব আইন মেনে চলে? আমরা তবু আইন মেনে চলি |’মুখ্যমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী |
তিনি বলেন, “সরকারি অনুষ্ঠানে দাঁড়িয়ে এই বিষয়ে মন্তব্য করা মানে অনুষ্ঠানের গরিমা নষ্ট করা | এহেন আচরণ বাংলার সংস্কৃতি, ঐতিহ্যের পরিপন্থী | যুবক-যুবতীদের সর্বনাশ করছে এই সরকার, এমন তোপও দাগেন তিনি|’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *