প্রসেনজিৎ ধর, কলকাতা :- এসএসসি মামলার শুনানিতে আজ ব্যাঙ্কশাল আদালতে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে হেফাজতে চাইল ইডি | শুধু তাই নয়, তাদের মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা| ইডির পক্ষ থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিন এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ১২ দিনের হেফাজত নেওয়ার আবেদন জানানো হয় | লক্ষ্যণীয় বিষয় হল আজ অর্পিতার জামিনের আবেদন করেননি তার আইনজীবী | এ নিয়ে অর্পিতার আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য বলেন, যেদিন জামিন করব সেদিন প্রশ্ন তুলব অর্পিতার রিমান্ড ঠিক ছিলা নাকি ভুল ছিল| গত ৪ দিন হেফাজতে রয়েছেন অর্পিতা কিন্তু এই চার দিনে কেস ডাইরিতে কোনও বদল নেই | আমরা আবেদন করেছি, আমাদের ক্লায়েন্টকে অল্প দিনের জন্য হেফাজত দেওয়া হোক |পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় ইডি | এ নিয়ে নীলাদ্রি ভট্টাচার্য বলেন, ইডি লিখেছে অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ | এ নিয়ে আমরা আপত্তি করেছি | আমরা বলেছি, ও কাউকে চিনতেই পারে | কিন্তু তার মানে এই নয় যে ঘনিষ্ঠ | আদালত সেটা মেনে নিয়েছে | টাকা উদ্ধারের ব্যাপারে আমরা কিছু বলিনি |এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া ৪০ পাতার কালো ডায়েরির দিকে | কী রয়েছে স্কুল শিক্ষাদপ্তরের ওই ডায়েরিতে, খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা | সারদা কাণ্ডে বার বার সামনে এসেছিল লাল ডায়েরির কথা | এবার এসএসসি কেলেঙ্কারিতে কালো ডায়েরি | ওয়াকিবহাল মহলের মতে, আড়াইশো পাতার কালো ডায়েরির মধ্যে লুকিয়ে থাকতে পারে অনেক অজানা কথা | ওই কালো ডায়েরির মধ্যে কোনও রাঘববোয়ালের নাম রয়েছে, কি না, লেনদেনের হিসাব কি ওই কালো ডায়েরিতে রাখা হত কি না, এসব খতিয়ে দেখতে পারেন তদন্তকারীরা | সূত্রের খবর, দুটি ডায়েরির কথা জানা গিয়েছে | পকেট ডায়েরিটি প্রায় ৪০ পাতার | কালো ডায়েরিটি প্রায় ২৫০ পাতার | এছাড়াও টালিগঞ্জের যে ফ্ল্যাটে ইডির অভিযান হয়েছিল সেখান থেকে উদ্ধার হয়েছিল ২ হার্ড ডিস্ক | শিক্ষা দফতরের ডায়েরির পাশাপাশি হার্ড ডিস্কগুলিও পরীক্ষা করে দেখছে ইডির আধিকারিকরা | সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে কিনা তা দেখছে ইডি কর্তারা | খতিয়ে দেখা হচ্ছে স্কুল শিক্ষা দফতরের কালো ডায়েরিও | এদিকে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তল্লাশি চালিয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছেন ইডি কর্তারা, এমনই সূত্রের দাবি |