Breaking News

সাতসকালে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল পার্থকে, নিয়ে যাওয়া হল সিজিও কমপ্লেক্সে ইডি হেফাজতে!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী তথা প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর থেকে কলকাতায় আনা হল| সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৬টা ৩৪ মিনিট কলকাতা বিমানবন্দরে নামে পার্থের উড়ান | বিমানবন্দর থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে | বিমানবন্দর থেকে হুইলচেয়ারে করে বার করা হয় পার্থকে | তারপর নিজেই হুইলচেয়ার থেকে উঠে গাড়িতে বসেন মন্ত্রী | মঙ্গলবার ভোরের বিমানে ওড়িশা থেকে কলকাতায় পৌছন তিনি| তারপর তাকে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে | আদালতের নির্দেশে ১০ দিন ইডি হেফাজতেই থাকবেন পার্থ চট্টোপাধ্যায় | সেখানে তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসাবাদের পাশাপাশি অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করার পরিকল্পনাও রয়েছে এ নফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারী অফিসারদের| সোমবার সকালে তৃণমূলের মহাসচিবকে নিয়ে যাওয়া হয়েছিল ভুবনেশ্বর এইমসে | সেখানে তার একাধিক টেস্ট করা হয় | এসএসকে এমে যে শারীরিক অসুস্থতার কথা জানা গিয়েছিল তা একপ্রকার নাকচ করে দেওয়া হয় এইমসের তরফ থেকে | এইমস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বললেন, ৪-৫ রকম ক্রনিক রোগে ভুগছেন পার্থ | কিন্তু, এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই | নিয়ম করে ওষুধ খেলেই হবে | পাশাপাশি, এইমস-এর তরফে জানানো হয়েছে, বুকে কোনও ব্যথা নেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর | প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সোমবারই তাকে কলকাতায় ফেরত আনা হবে | তবে রাতে সিদ্ধান্ত পরিবর্তন হয় | রাতটা এইমসেই কাটান পার্থ চট্টোপাধ্যায় | মঙ্গলবার ভোরে ৫.৪০-এর বিমানে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কলকাতায় রওনা দেন ইডির আধিকারিকরা | রাজ্যের শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী ও এসএসকেএমের এক চিকিৎসক | সকাল ৬টা বেজে ৩৪ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামে ইডি-র বিমান | ভুবনেশ্বর থেকে কলকাতায় ফিরিয়ে আনার পর সোজা সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাকে | ভুবনেশ্বর বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের প্রত্যুত্তরে নীরবই ছিলেন পার্থ চট্টোপাধ্যায় | অন্যদিকে, এসএসকেএমের চিকিৎসক তুষার কান্তি পাত্র বলেন তাঁদের রিপোর্ট ও এইমসের চিকিৎসকদের মধ্যে কোনও ফারাক নেই| প্রসঙ্গত, সোমবাবার এইমসের পার্থ চট্টোপাধ্যায়ের মেডিক্যাল টেস্টের রিপোর্ট আদালতের হাতে তুলে দেওয়া হয় | আদালত শুনানি শেষে বেশ কয়েক ঘণ্টা রায়দান স্থগিত রেখেছিল আদালত | তারপর পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত| আগামী ৩ অগস্ট পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে| দুই জনেরই প্রতি ৪৮ ঘণ্টা অন্তর মেডিক্যাল টেস্ট করানোরও নির্দেশ দেওয়া হয়েছে | ১০ দিনের ইডি হেফাজত শেষে ফের তোলা হবে আদালতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *