নিজস্ব সংবাদদাতা :- বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে গুরুতর জখম হল তিন শিশু | এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বাজিতপুরে | পরিবারের তরফে জানানো হয়, সকালবেলা নদীর ধারে মাঠে খেলতে যায় ওই তিন শিশু | তাদের বয়স যথাক্রমে আট বছর, নয় বছর ও এগারো বছর | জানা গেছে, মাঠের মধ্যে বল ভেবে ভুল করে বোমা নিয়ে খেলতে গেলেই ফেটে যায় সেটি | হঠাৎই বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা | ঘটনাস্থল থেকে জখম শিশুদের উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় | কোথা থেকে মাঠের মধ্যে বোমাগুলো এলো তা তদন্ত করে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ |