নিজস্ব সংবাদদাতা :- দুই জেলায় তৃণমূল করার আর লোক খুঁজে পাওয়া যাবে না ২০ দিন পর | হাওড়ার ডুমুরজোলার সভা থেকে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী| তবে হাওড়া নয়, তাঁর নিশানায় রয়েছে তৃণমূলের গড় হিসেবে পরিচিত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা | এদিনের সভা থেকেও তৃণমূলকে ফের প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন,“ওটা তো পার্টি নেই প্রাইভেট লিমিটেড পার্টি হয়ে গিয়েছে | অপেক্ষা করুন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত|তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি ফাঁকা হয়ে যাবে। কেউ ওখানে থাকবে না”| এদিন শুভেন্দু তৃণমূলকে আরও আক্রমণ করে বলেন,“২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা এমন ফাঁকা করব যে ওই কোম্পানি করার মতো লোক খুঁজে পাওয়া যাওয়া যাবে না | ওই দুই জেলায় তৃণমূল করার লোক পাওয়া যাবে না।” প্রাক্তন বনমন্ত্রীকে নিয়ে এদিন শুভেন্দু বলেন, “আমি ও রাজীব বন্দ্যোপাধ্যায় ২০০৪ সালে একসঙ্গে লড়াই শুরু করেছিলাম। আমাদের মধ্যে ভাল কাজ করার সমঝোতা তখন থেকেই ছিল। আমি আগেই এসেছিলাম, এবার রাজীব এল। আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।”