Breaking News

২০ ফেব্রুয়ারি ‘ডেডলাইন’, ফাঁকা হবে তৃণমূল, ডুমুরজোলা থেকে চ্যালেঞ্জ শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা :- দুই জেলায় তৃণমূল করার আর লোক খুঁজে পাওয়া যাবে না ২০ দিন পর | হাওড়ার ডুমুরজোলার সভা থেকে এমনই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী| তবে হাওড়া নয়, তাঁর নিশানায় রয়েছে তৃণমূলের গড় হিসেবে পরিচিত কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা | এদিনের সভা থেকেও তৃণমূলকে ফের প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে কটাক্ষ করে শুভেন্দু বলেন,“ওটা তো পার্টি নেই প্রাইভেট লিমিটেড পার্টি হয়ে গিয়েছে | অপেক্ষা করুন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত|তৃণমূল প্রাইভেট লিমিটেড কোম্পানি ফাঁকা হয়ে যাবে। কেউ ওখানে থাকবে না”| এদিন শুভেন্দু তৃণমূলকে আরও আক্রমণ করে বলেন,“২ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা এমন ফাঁকা করব যে ওই কোম্পানি করার মতো লোক খুঁজে পাওয়া যাওয়া যাবে না | ওই দুই জেলায় তৃণমূল করার লোক পাওয়া যাবে না।” প্রাক্তন বনমন্ত্রীকে নিয়ে এদিন শুভেন্দু বলেন, “আমি ও রাজীব বন্দ্যোপাধ্যায় ২০০৪ সালে একসঙ্গে লড়াই শুরু করেছিলাম। আমাদের মধ্যে ভাল কাজ করার সমঝোতা তখন থেকেই ছিল। আমি আগেই এসেছিলাম, এবার রাজীব এল। আমাদের বৃত্ত সম্পূর্ণ হল।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *