প্রসেনজিৎ ধর,হুগলি :- বুধবার হিন্দমোটরে টিটাগড় ওয়াগনস লিমিটেডের ২৫ বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে ‘শিল্পের পরিধি’ বাড়ানোর কথা বলেছেন মুখ্যমন্ত্রী | পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া জমি ‘দেখিয়ে’ টাকা নিয়ে চেন্নাইতে বিনিয়োগ করেছে হিন্দুস্তান মোটরস| প্রয়োজন হলে ওই জমি রাজ্য সরকার ফিরিয়ে নেবে | বুধবার হিন্দমোটরে এক কর্মসূচিতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শিল্প সংস্থাটির উদ্দেশে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ‘‘আমরা চাই এখানে শিল্পাঞ্চল তৈরি হোক | খালি জমি পড়ে থাকবে কেন?’’এর পর পরিত্যক্ত ওই গাড়ি কারখানার ইতিহাস টেনে তাঁর অভিযোগ, ‘‘হিন্দুস্তান মোটরসকে বামফ্রন্ট সরকার অনেকটা জমি দিয়েছিল | সেই জমিতে কাজ তো হয়ইনি | উপরন্তু জমিটা পড়ে আছে|আর পশ্চিমবঙ্গ সরকারের জমি দেখিয়ে টাকা নিয়ে সেই টাকাটা তারা চেন্নাইতে গিয়ে বিনিয়োগ করেছে | চেন্নাইতে গিয়ে বিনিয়োগ করলে আমার কোনও আপত্তি নেই |’’ হিন্দুস্তান মোটরসের জমি ফেরত পেলে সেখানে কী করা হবে, সেই পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী | মমতা বলেন, ‘‘আমরা চাই এখানে শিল্পাঞ্চল তৈরি হোক | খালি পড়ে থাকবে কেন? আমি আপনাকে জমি দেব আর আপনি বিক্রি করবেন! সেটা হবে না | তা হলে তো সেটা দালালির কাজ হয়ে গেল | আপনি আমার থেকে জমি নিয়েছেন শিল্প তৈরি করবেন বলে | আপনি শিল্প তৈরি না করলে স্থানীয় মানুষ কী পাবেন?’স্থানীয় তৃণমূল নেতা আচ্ছালাল যাদব বলেন শিল্প হলে আমরা খুব খুশি হবো | আমাদের মুখ্যমন্ত্রী রাজনীতি করে না শিল্প নিয়ে উনি চেষ্টা করছেন এটা শুনেই খুব ভালো লাগলো | যদিও বিজেপি নেতারা বলছেন কিছুই হবে না সব লোক দেখানো