দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন | তার মধ্যে ২১ জন যোগাযোগ রাখছেন সরাসরি আমার সঙ্গে | বুধবার দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পর হেস্টিংসে বিজেপির পার্টি অফিসে এমনই দাবি করলেন মিঠুন চক্রবর্তী | মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করে বলেছেন, ২০২৪ সালে বিজেপি ক্ষমতায় আসবে না | এর পাল্টা মিঠুন বলেন,”কেবল ২০২৪ নয়,বিজেপি আবার…আবার…আবার |” মিঠুনের বার্তা, “কেবল ঈশ্বরই আমাদের রাজ্যকে বাঁচাতে পারেন|”এদিন মিঠুন বলেন, ‘আমি আপনাদের একটা ব্রেকিং নিউজ দিচ্ছি | তৃণমূলের ৩৮ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন | তার মধ্যে ২১ জন সরাসরি যোগাযোগ রাখছেন আমার সঙ্গে |’ সঙ্গে তিনি বলেন, ‘বম্বেতে যখন ছিলাম| একদিন সকালে উঠে শুনি বিজেপি শিবসেনার সরকার তৈরি হবে | মহারাষ্ট্রে হতে পারলে এখানে হতে পারে না কেন?’মিঠুনের দাবি সত্যি হলেও রাজ্যে ক্ষমতায় আসতে আরও অন্তত ৩৭ জন বিধায়কের সমর্থন প্রয়োজ হবে বিজেপির | বিজেপির কাছে রয়েছে বর্তমানে ৬৯ জন বিধায়ক | তার সঙ্গে তৃণমূলের ৩৮ জন যোগ করলে সংখ্যা দাঁড়ায় ১০৭ | কিন্তু পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে প্রয়োজন হয় ১৪৪টি আসন | এদিন নিজের হতাশার কথা জানিয়ে মিঠুন বলেন, এখন রাজনীতিক মানেই চোর | আমরাই ভোট দিয়ে এদের আনি | এখন রাজ্যের পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ভগবানই একমাত্র বাঁচাতে পারেন | তৃণমূলের সাংসদ শান্তনু সেনের প্রতিক্রিয়া. “সরকারিভাবে বিজেপির ৭৭ বিধায়ক জিতেছিলেন | এখন তো ৭০ জনও নেই | আমাদের নেতারা বলছেন, দরজা খুললে দলটাই উঠে যাবে | সুতরাং বিজেপি নেতার এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন |”