Breaking News

‘পার্থকে বহিষ্কার করা উচিত, সমস্ত দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া হোক’, বিস্ফোরক কুণাল ঘোষ!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায় ক্যাবিনেট মন্ত্রী থাকবেন কি না তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে | এবার বিরোধীদের সুরে সুর মিলিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব ও দলীয় সব পদ থেকে বহিষ্কারের দাবি উঠল তৃণমূলের অন্দর থেকে | টুইটে বিস্ফোরক দাবি করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ | বৃহস্পতিবার সকালে টুইটারে তিনি বলেন, ‘অবিলম্বে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব এবং দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া উচিত | ওঁকে বহিষ্কার করা উচিত | যদি আমার এই মন্তব্য ভুল মনে হয়, তাহলে সব পদ থেকে আমায় সরিয়ে দেওয়ার সমস্ত অধিকার আছে দলের | আমি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সৈনিক হিসেবে কাজ চালিয়ে যাব |’বুধবার রাতে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে কোটি কোটি টাকা উদ্ধারের পরই কুণালবাবু বলেন,”এই ছবি আমাদের মাথা হেঁট করে দেওয়ার মতো |অত‌্যন্ত উদ্বেগজনক ছবি | এটা একেবারেই কাম‌্য নয় | এত টাকা কে রাখল, কারা রাখল, কীভাবে রাখল, তা তদন্ত করে তাদের সম্পর্কে ইডি ন্যূনতম তথ্যপ্রমাণ আদালতে পেশ করলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে। |”তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘পার্থবাবু সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছেন | অথচ একবারও বলছেন না যে তিনি নির্দোষ | এর ফলে তৃণমূল ও আমাদের প্রিয় নেত্রীকে নিশানা করছেন বিরোধী দলগুলো|যাঁরা ভালোবেসে তৃণমূল করেন তাঁদের নানা অপ্রস্তুত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে | আমি জেলে থাকার সময় পুলিশ প্রিজন ভ্যান বাজাত, বলতে দেওয়া হত না | কিন্তু এখন তো সেই অবস্থা নয় | অনেকেই মনে করছেন পার্থ চট্টোপাধ্যায়কে দলীয় সব পদ ও মন্ত্রিত্ব থেকে সরানো হোক | আমি সেটাই টুইট করে দাবি করেছি | এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি মমতাদির হাতে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *