দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- ফের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ | এবার নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের (SLST) মেধাতালিকা বেনিয়মের অভিযোগ | নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণের নিয়ম মানা হয়নি বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন চাকরিপ্রার্থীরা | বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মামলা দায়ের অনুমতি দিয়েছেন | শুক্রবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে | মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, আদালতের নির্দেশে সম্প্রতি SLST-র নম্বরসহ মেধা তালিকা প্রকাশ করতে বাধ্য হয়েছে SSC |সেই তালিকার সঙ্গে আগে প্রকাশিত তালিকার বেশ কয়েকটি জায়গায় গরমিল রয়েছে | শুধু তাই নয়, তালিকা তৈরির ক্ষেত্রে সংরক্ষণবিধি মানা হয়নি | তালিকায় নীচের দিকে নাম থাকলেও চাকরি পেয়েছেন এমন বেশ কয়েকটি ঘটনা রয়েছে | তালিকায় নাম না থাকলেও চাকরি পেয়েছেন তেমন ঘটনাও রয়েছে| এসব শুনে SLST দুর্নীতি নিয়ে ফিরদৌস শামিমকে নতুন মামলা দায়েরের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | এরপর মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেন ফিরদৌস | এর ফলে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলার দীর্ঘ তালিকায় নতুন মামলা যুক্ত হল |
২০১৬ সালের নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হয় | সেই নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে আপলোড করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের। মোটের উপর যাঁদের নিয়োগ করা হয়েছে ও যাঁদের নিয়োগ করা হয়নি সকলের তথ্য এবার নির্দিষ্ট ওয়েবসাইটে তুলে ধরার নির্দেশ দিয়েছিলেন | সেই তালিকা প্রকাশ্যে আসতেই ফের দুর্নীতি নিয়ে অভিযোগ উঠল | প্রসঙ্গত, নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক (SLST) নিয়োগ মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ |