দেবরীনা মণ্ডল সাহা :- দিল্লিতে শেষ হল প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক| শুক্রবার দিল্লির লোককল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় | শুক্রবার মোদীর বাসভবনে পৌঁছন মমতা | হাতে ছিল হলুদ গোলাপের তোড়া | প্রায় ৪০ মিনিট বৈঠক হয় দু’জনের মধ্যে | যদিও কী বিষয়ে দু’ জনের মধ্যে আলোচনা হয়েছে, তা এখনও স্পষ্ট নয় | তবে সূত্রের খবর, মূলত জিএসটি সহ বিভিন্ন খাতে কেন্দ্রের থেকে রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া অর্থ নিয়েই প্রধানমন্ত্রীর কাছে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী | প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে অবশ্য রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় | নব নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তাঁর৷এদিনের বৈঠকে ২ জনের মধ্যে কী আলোচনা হয়েছে তা অবশ্য প্রকাশ্যে আসেনি | তবে তৃণমূল সূত্রে দাবি, রাজ্যের বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাতে পারেন মমতা | সঙ্গে রাজ্যের প্রাপ্য জিএসটি দ্রুত মিটিয়ে দেওয়ার আবেদন করতে পারেন তিনি | সূত্রের খবর, রাজ্যের বিপুল পরিমাণ বকেয়া টাকা সহ জিসএসটি বাবদ কেন্দ্রের কাছে বকেয়া পাওয়া নিয়ে এদিন আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর মধ্যে | মূল্যবৃদ্ধি ইস্যুতেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর মতামত ব্যক্ত করেছেন মনে অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ | এই মুহূর্তে বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে প্রায় ৯৭ হাজার কোটি টাকা পাওনা বলে জানা গিয়েছে | থমকে বাংলা আবাস যোজনা ও সড়ক যোজনার কাজ | সেই নিয়েও আলোচনা হয়ে থাকতে পারে অনুমান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল | বৈঠক শুরু আগেই জানা গিয়েছিল প্রধানমন্ত্রী জন্য হলুদ গোলাপের তোড়া এবং বাংলা থেকে আনা বিশেষ মিষ্টি নিয়ে গিয়েছিলেন মমতা | হলুদ গোলাপ বন্ধুত্বের প্রতীক| গোলাপের রঙ নির্বাচনে বন্ধুত্বের বার্তা থাকতে পারে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে এমনটাই মনে করেছন |