Breaking News

পার্থ-অর্পিতাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের,১৮ আগস্ট ফের আদালতে পেশ!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত | ব্যাঙ্কশাল আদালত এদিন পার্থ ও অর্পিতার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে | ১৮ অগাস্ট পর্যন্ত জেল হেফাজত পার্থ ও অর্পিতার | গ্রাহ্য হল না তাঁদের জামিনের আবেদন | অন্যদিকে পার্থ ও অর্পিতার জেল হেফাজতের জন্য আবেদন করে ইডি |আদালতের নির্দেশেই এতদিন ইডি হেফাজতে ছিলেন পার্থ-অর্পিতা | প্রায় ১২ দিন ইডি হেফাজতের পর এদিন আদালতে তোলা হয় তাঁদের | এদিন আদালতে ইডির আইনজীবী জেল হেফাজতে দাবি জানান | পাশাপাশি, হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও চাওয়া হয় | এদিন আদালতে পার্থর আইনজীবী ফের জামিনের আবেদন জানান | বলেন, পার্থ চট্টোপাধ্যায় এখন কোনও পদে নেই| দরকারে বিধায়ক পদ ছেড়ে দিতে পারেন তিনি | অর্থাৎ ইডি যে ‘প্রভাবশালী’ তত্ত্ব দিচ্ছে তা ঠিক নয় | পার্থর জামিনের আবেদন জানিয়ে আদালতে তাঁর আইনজীবী বলেছেন, ‘‘পার্থর কাছ থেকে কিছু উদ্ধার করা হয়নি | উনি কোথাও পালিয়ে যাচ্ছেন না | উনি বিধায়ক পদ থেকেও ইস্তফা দেওয়ার কথাও ভাবছেন | উনি অসুস্থ | ওঁর বয়সও হয়েছে | এমসের রিপোর্টেও অসুস্থতার কথার উল্লেখ রয়েছে |’’ উল্লেখ্য, প্রভাবশালী বলে পার্থকে জামিন দেওয়া যাবে না,এই যুক্তির পাল্টা বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার প্রসঙ্গ টানেন পার্থর আইনজীবী | এদিকে এদিন অর্পিতার আইনজীবী আদালতে জামিনের আবেদন না জানালেও তিনি বলেন, “তাঁর মক্কেল নিরাপত্তাহীনতায় ভুগছেন|” অর্পিতার আইনজীবীর আর্জি, তাঁরমক্কেলকে যা খেতে দেওয়া হোক, তা যেন পরীক্ষা করে দেওয়া হয়| অর্পিতার আইনজীবী দাবি করেন, অর্পিতার প্রাণ শংসয় রয়েছে | তাই জেলে সমস্ত জিনিস তাঁকে পরীক্ষা করে খেতে দেওয়া হোক | সঙ্গে অর্পিতা উচ্চশিক্ষিত বলে দাবি করে, জেলে তাঁকে বাড়তি সুবিধা দেওয়ার আবেদন করেন আইনজীবী | ২ পক্ষের বক্তব্য শুনে এদিন ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *