নিজস্ব সংবাদদাতা :- হাওড়ার ডুমুরজলার বিজেপি হাইভোল্টেজ সভার পর শাসকদলের তরফে পার্থ চট্টোপাধ্যায়ই বিজেপির কটাক্ষের পাল্টা সুর চড়িয়েছেন | এককালের সহকর্মী শুভেন্দু, রাজীবকে ‘পরিযায়ী পাখি’ নামে অ্যাখ্যায়িত করেছেন পার্থ চট্টোপাধ্যায় | তাঁর আরও বক্তব্য ‘যে যাওয়ার সে গেছে, নাম নিয়ে লাভ নেই। ঝাঁকের পাখি সুযোগ পেলে ঝাঁকে ফিরে আসবে’ | আজ ডুমুরজোলায় মেন ফোকাস ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | এদিন রাজীব সুর চড়িয়েছেন, স্লোগান তুলেছেন ‘চুপচাপ পদ্মে ছাপ |’ তারই পাল্টা এদিন দেন পার্থ চট্টোপাধ্যায় |দলত্যাগীদের উদ্দেশে পার্থ বলেন, “অর্থ দিয়ে তৃণমূলকে কেনা যায় না | এতবড় হলেন যে দল থেকে, এখন অন্য দলে গেলেন | অন্য দলে গিয়ে পাতাও গজাতে পারবে না।” সঙ্গে দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বলেন, ” অনেকে আসবে-যাবে, কিন্তু নদী তার নিজস্ব পথেই চলবে। ঝরাপাতা ঝরে যাবে, গাছ থাকবে। বুথ ছাড়বেন না, বুথ আগলাতে হবে। কেউ অপপ্রচার করতে আসছে, যোগ্য জবাব দিন |” ডুমুরজলার ভার্চুয়াল সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষের সুরে বলতে শোনা যায়, “দিদি আপনি একা হয়ে যাবেন |” তার উত্তরে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “এসব কথা যারা বলছেন, তাদের মুখ ভোঁতা হয়ে যাবে | দিদি একাই ছিলেন. একা থেকে মানুষের সঙ্গে থাকবেন |