প্রসেনজিৎ ধর :- দিল্লিতে বিস্ফোরণের কারণে হঠাৎই বাতিল করতে হয়েছিল সভা | তবুও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাওড়ার ডুমুরজেলা স্টেডিয়ামে উপস্থিত থাকলেন তবে সশরীরে নয়, ভার্চুয়ালি বক্তব্য রাখলেন অমিত শাহ | ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দিলেন তিনি | ভাইপোকে মুখ্যমন্ত্রী করা ছাড়া আর কোনও লক্ষ্য নেই তৃণমূলের’, ডুমুরজলার সভায় ভার্চুয়াল মাধ্যমে মন্তব্য অমিত শাহর | এদিন শাহের মুখে এল মনীষীদের নাম | তিনি বললেন, “রামকৃষ্ণ ও বিবেকানন্দ রবীন্দ্রনাথের বাংলাকে নাকি রক্তাক্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার বাংলাতে তিনি দুর্নীতি আর তোলাবাজির আঁতুড়ঘর বলে আখ্যায়িত করলেন, অমিত শাহের আশ্বাস, “নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার হলে এক নতুন বাংলা তৈরি হবে যেখানে কর্মসংস্থান আর মহিলাদের নিরাপত্তা আগের থেকে অনেক বেশী সুনিশ্চিত হবে |এদিনের বক্তব্যে বাম তৃণমূল দুই আমলকেই নিশানা করেছেন অমিত শাহ | তাঁর কথায়, “কমিউনিস্টরা বাংলা সর্বনাশ করেছিলেন এবং তাকে আরও এগিয়ে নিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার |”অমিত শাহকে বলতে শোনা গেল, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে মানুষ পরিবর্তন করেছিলেন | কিন্তু কী হল এই দশ বছরে |” বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে আপনি পিছিয়ে দিলেন, নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই কটাক্ষ করলেন অমিত শাহ |
Hindustan TV Bangla Bengali News Portal