Breaking News

রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ নিম্নমুখী হলেও বাড়ল দৈনিক মৃত্যু,একদিনে মৃত ৫!

প্রসেনজিৎ ধর :- রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ স্বস্তি দিলেও সামান্য অস্বস্তি বাড়াল দৈনিক মৃত্যু ও সংক্রমণ হার | গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন | মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন পাঁচ জন |রাজ্যের স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে কোভিড আক্রান্তদের মধ্যে ১২১ জন কলকাতার | অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষে ওই জেলা | দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগণা | ওই জেলাতে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৬২ | শুধু মাত্র দক্ষিণ দিনাজপুর বাদে গত ২৪ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলা থেকেই নতুন সংক্রমিতের হদিশ মিলেছে | ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০, ৯৯, ৪৩৩ | পজিটিভিটি রেট ৫.৭ শতাংশ | সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের চেয়ে কমেছে | নতুন করে ৬ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে | নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৭৩ শতাংশে | নতুন করে ৩৭৭ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে | এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লাখ ৯৯ হাজার ৪৩৩ জনে| দৈনিক সংক্রমণ আগের দিনের চেয়ে নিম্নমুখী হলেও দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়েছে | এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪০০ জন |’তবে সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে | গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৯১৭ জন | একদিনে অ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ৫৪৫টি | সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে সাত হাজার ৩০২ জনে |’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *