দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- টিকিট বিক্রির টাকা তছরুপের অভিযোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ক্লার্ককে গ্রেফতার করল হেস্টিংস থানার পুলিশ |অভিযুক্ত ওই ক্লার্কের বিরুদ্ধে ১৩ লাখ টাকা তছরুপের অভিযোগ রয়েছে | ধৃত স্বপন দে টিকিটিং ক্লার্ক পদে কর্মরত | অভিযোগ গত ১ বছরে টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকার হিসাব দিতে পারেননি তিনি | এরপর পুলিশে অভিযোগ দায়ের করে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ | পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুলাই হেস্টিংস থানায় একটি অভিযোগ দায়ের করেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেক্রেটারি জয়ন্ত সেনগুপ্ত | তাতে তিনি জানান, বার্ষিক হিসাব মেলানোর সময় টিকিট বিক্রির ১৩ লক্ষ টাকার হদিশ দিতে পারছেন না টিকিটিং ক্লার্ক স্বপন দে | অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গায়েব হয়ে যান স্বপনবাবু | রবিবার রাতে তাঁকে গ্রেফতার করে হেস্টিংস থানার পুলিশ| সোমবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ২০ অগাস্ট পর্যন্ত হেফাজতে নিয়েছেন তদন্তকারীরা | ভিক্টোরিয়া মেমোরিয়াল সূত্রে জানা গিয়েছে, টিকিট বিক্রির বড় অঙ্কের টাকার হদিশ দিতে পারেননি ওই টিকিটিং ক্লার্ক| টাকা তিনি কী ভাবে সরালেন তা খতিয়ে দেখছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কর্তৃপক্ষ | এই চক্রে আর কারা যুক্ত জানতে স্বপনবাবুর কয়েকজন সহকর্মীকেও জেরা করতে পারেন পুলিশকর্মীরা | খতিয়ে দেখা হতে পারে স্বপনবাবু ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক খাতা|কিউরেটরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে হেস্টিংস থানার পুলিশ| সূত্রের খবর, ২০১৯ সাল থেকে টিকিট বিক্রির যে টাকা জমা পড়েছে, তার নথিতে ধরা পড়ে বেশ কিছু অসঙ্গতি | এরপরেই স্বপনকে গ্রেফতার করা হয় | পুলিশ জানিয়েছে, এই অঙ্কের পরিমাণ বাড়তে পারে বলেও মনে করছেন তদন্তকারীরা |