Breaking News

কয়লাকাণ্ডে এবার ইডির নজরে রাজ্যের ৮ আইপিএস অফিসার,চলতি মাসেই দিল্লিতে তলব!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লা পাচারকাণ্ডে এবার রাজ্যের ৮ জন আইপিএস অফিসারকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট | তাঁদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র-সহ আটজন আইপিএস অফিসারকে তলব করেছে ইডি | ১৫ অগস্টের পর আট আইপিএসকে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে | বৃহস্পতিবারই গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে অসহযোগিতার অভিযোগে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে অনুব্রত মণ্ডলকে | এর ঠিক পরপরই কয়লা পাচার কাণ্ডে ইডি তলব করল রাজ্যের ৮ আইপিএস অফিসারকে | ইডি সূত্রে জানা গিয়েছে, যে আট জন আইপিএস আধিকারিককে তলব করা হয়েছে, তাঁরা হলেন জ্ঞানবন্ত সিংহ, সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও, শ্যাম সিংহ, তথাগত বসু, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় | এর আগেও এই মামলায় সাত আইপিএসকে তলব করা হয়েছিল | জ্ঞানবন্ত সিংহ ও রাজীব মিশ্রকে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা |আবারও তাঁদের জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি |উল্লেখযোগ্য বিষয় হল, যে আট পুলিশকর্তাকে ইডি কয়লা পাচার মামলার তদন্ত সূত্রে দিল্লিতে তলব করেছে তাঁরা সকলেই কোনও না কোনও সময়ে আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কর্মরত ছিলেন এবং কয়লাপাচার মামলার মূল জায়গা এই অঞ্চলগুলিই | সূত্রের আরও খবর, ২২ থেকে ৩১ আগস্টের মধ্যে এই আটজন আইপিএস অফিসারকে দফায় দফায় দিল্লির ইডি অফিসে ডেকে পাঠানো হবে | জ্ঞানবন্ত সিংকে ২২ তারিখ ডাকা হতে পারে |ওয়াকিবহাল মহলের মত, এই অফিসাররা জেলার পুলিশ সুপারের দায়িত্বে থাকাকালীন কয়লা ও গরু পাচার কাণ্ডের একাধিক মামলা দায়ের হয়েছিল | সেসব মামলার ফাইল ঘাঁটতে গিয়ে আর্থিক লেনদেনের উৎসের সন্ধান করতেই ইডি তাঁদের জেরা করতে চায় |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *