প্রসেনজিৎ ধর :- গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল | বৃহস্পতিবার সকালে বোলপুরের নিচুপট্টির বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | দেড়ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে| তদন্তে অসহযোগিতার অভিযোগে এরপরই গ্রেফতার করা হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে | যদিও সিবিআইয়ের তরফে নিশ্চিত করে গ্রেপ্তারির কথা জানানো হয়নি | সূত্রের খবর, আজই আসানসোল আদালতে পেশ করা হতে পারে অনুব্রতকে |গতকাল হাজিরা এড়ানোর পর আজ সকালে আদালতের নির্দেশনামা ও মেডিক্যাল রিপোর্ট নিয়ে বোলপুরের নীচুপট্টিতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছে যান সিবিআই অফিসাররা | অনুব্রতর বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী | বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন সিবিআই আধিকারিকরা | বাড়ির সকলের মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় |গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের বাড়িতে সিবিআই হানার খবর পেয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বোলপুরের বাড়ির সামনে ভিড় জমান এলাকাবাসীরা | বলেন, দাদার জন্য খারাপ লাগছে | এরপরেই সময় যত গড়ায় জল্পনা বাড়তে থাকে তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন দোর্দণ্ডপ্রতাপ শাসক-নেতা? সিবিআই সূত্রে খবর, এর আগে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীর সঙ্গে কথা বলেন তদন্তকারীরা | আজ ওই চিকিৎসকের বয়ান রেকর্ড করা হতে পারে| সিবিআই সূত্রে খবর, অনুব্রত প্রভাব খাটিয়ে চিকিত্সককে দিয়ে প্রেসক্রিপশন লেখানোর চেষ্টা করেছিলেন কিনা, তা জানতে চাওয়া হয় | কার নির্দেশে ওই সরকারি চিকিৎসক বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে গিয়েছিলেন, তাও জানতে চায় সিবিআই | উল্লেখ্য ইতিমধ্যেই অনুব্রতকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় | এরপর মেডিক্যাল টেস্ট করা হবে বলে সূত্রের খবর | আর এরপর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে |