Breaking News

অনুব্রতর বোলপুরের বাড়িতে সিবিআই আধিকারিকরা,কেষ্ট কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ!

প্রসেনজিৎ ধর :- এবার নজরে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের সম্পত্তি| এদিন বেলা ১২ টার পর অনুব্রত মণ্ডলের বাড়িতে যান আধিকারিকরা | তাঁর বাড়িতে যান ৪ জন আধিকারিক | তবে অনুব্রত মণ্ডলের মেয়ে তদন্তকারীদের কোনওরকম সাহায্য করেননি বলে অভিযোগ | প্রসঙ্গত, গরু পাচার কাণ্ডে অনুব্রত গ্রেফতারের পর দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা | তবে বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি সেভাবে সাহায্য করেননি বলে অভিযোগ | সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা জানিয়েছেন, তাঁর বাবা সিবিআই হেফাজতে রয়েছেন | মাকেও সদ্য হারিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি কোনও কথা বলবেন না | তবে এই মামলার তদন্তে নেমে অনুব্রত মেয়ে সুকন্যার নামে বেশ কিছু সম্পত্তি পাওয়া গিয়েছে বলে খবর |
তাঁর নামে রাইস মিল, জমি, একাধিক কোম্পানির মালিকানা রয়েছে বলে সিবিআই সূত্রে খবর |
সিবিআই এদিকে অনুব্রত মেয়ের কাছে কোনও সহযোগিতা না পেয়ে বীরভূমে অস্থায়ি ক্যাম্পে ফিরে আসেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিররা | তাঁদের তরফে কী পদক্ষেপ করা হবে তা এখনও জানা যায়নি | সূত্রের খবর, আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন তদন্তকারীরা |সূত্রের খবর, এদিন সকালে অনুব্রতর হিসাবরক্ষক কোঠারিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদকরা করা হয় | সেখান থেকেই আধকারিকরা জানতে পারেন,সুকন্যার নামেও সম্পত্তি রয়েছে | সূত্রের খবর, অনুব্রতর মেয়ের নামেও সম্পত্তির হদিশ পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা | অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পরই তাঁর সম্পত্তির খোঁজে তল্লাশি শুরু করে সিবিআই | তখনই উঠে আসে অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম | তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে | পেশায় শিক্ষিকা সুকন্যার এত সম্পত্তি এল কোথা থেকে, তা জানতে জেরার সিদ্ধান্ত নেয় সিবিআই | সিবিআই সূত্রে দাবি, সুকন্যার নামে বোলপুরে কেনা হয়েছে জমি, চালকল-সহ একাধিক সম্পত্তি | বেনামে কোম্পানিও খোলা হয়েছে, যার শেয়ার ভ্যালু কোটি টাকা | সিবিআই সূত্রে দাবি, কয়েক বছর আগে স্কুল শিক্ষিকার চাকরি পাওয়া সুকন্যার আয়ের সঙ্গে তাঁর নামে থাকা সম্পত্তি সঙ্গতিহীন | তাই বিশদে তথ্য জানতে চান গোয়েন্দারা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *