Breaking News

অনুব্রতর ভোলে ব্যোম রাইস মিলে হানা সিবিআইয়ের,দীর্ঘ টালবাহানার পর খুলল রাইস মিলের তালা!

প্রসেনজিৎ ধর :- এবার অনুব্রত মণ্ডলের ভোলে ব্যোম রাইস মিলে সিবিআই হানা | প্রথমে মিলের দরজার তালা খোলা নিয়ে শুরু হয় টালবাহানা| পরে মিলে ঢুকে শুরু হয় নথিপত্র খতিয়ে দেখার কাজ| শুক্রবার বোলপুরে ভোলে ব্যোম নামে একটি রাইস মিলে ঢোকেন সিবিআই আধিকারিকরা | সূত্রের খবর, এই মিলের মালিকানা রয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের মেয়ে এবং স্ত্রীর নামে | ওই মিলে তল্লাশিতে গিয়ে বাধা পান সিবিআই আধিকারিকরা | অভিযোগ, তাঁরা এই মিলের ভিতর ঢুকতে গেলে বাধা আসে নিরাপত্তারক্ষীদের তরফে | মিলের গেটে তালা লাগানো ছিল | কিন্তু ডাকাডাকি করলেও প্রথমে কেউ দরজা খুলতে চাননি বলেও অভিযোগ| এক রক্ষী বলেন, ‘‘চাবি নেই |’’ প্রায় ৪০ মিনিট টালবাহানার পর রাইস মিলে ঢোকেন সিবিআই আধিকারিকরা| মিলের ভিতর একাধিক গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে | মিলে তল্লাশি শুরু করে সিবিআই | সূত্রের খবর, এই মিলেই বসতেন অনুব্রতের মেয়ে সুকন্যা নিজে | যিনি প্রাথমিক স্কুলের শিক্ষিকাও বটে | তাঁর ফেসবুক প্রোফাইলেও এই মিলের নাম লেখা রয়েছে | সূত্রের খবর, ২০১১ সালে এই মিলটি জনৈক হারাধন মণ্ডলের কাছ থেকে কিনে নেন অনুব্রত | এর আগে অনুব্রতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হয়েছে | তৃণমূল নেতার সম্পত্তির হদিস পেতে তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কাজ-কারবারেও সিবিআইয়ের নজর দিয়েছে বলে সূত্রের খবর | তদন্তকারীরা গোড়া থেকেই অনুমান করছিলেন, গরু পাচারের টাকার বড় অংশ এই ধরনের ব্যবসায় খাটানো হয়েছে অনেক আগেই | যার হদিশও তাঁরা পেয়েছেন বলে দাবি | সেই কারণেই এবার রাইস মিলে তল্লাশি চালাতে চাইছে সিবিআই| তল্লাশি ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করলে একাধিক তথ্য মিলতে পারে বলেই মনে করা হচ্ছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *