প্রসেনজিৎ ধর :- মন্ত্রিসভার সদস্যদের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখার ক্ষেত্রে বিশেষ জোর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় | রদবদলের পর বৃহস্পতিবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে মন্ত্রীদের পাইলট কার ব্যবহার করতে বারণ করলেন মুখ্যমন্ত্রী| এছাড়া কাগজপত্রে সই করার আগে ভাল করে দেখে নেওয়ার পরামর্শও দিলেন তিনি | রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের পর বৃহস্পতিবার ছিল প্রথম বৈঠক | এদিনের বৈঠকে হাজির ছিলেন নতুন মন্ত্রীরা | সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ফাইলে সই করার আগে ভালো করে পড়ে দেখতে হবে | জেনে বুঝে ফাইলে সই করবেন মন্ত্রীরা | সই করার পর ‘পড়ে দেখিনি’ বলা চলবে না | বৃহস্পতিবার মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, বৈঠকে মমতা বলেন, এখন থেকে রাজ্যের কোনও মন্ত্রী পাইলট কার ব্যবহার করতে পারবেন না| যদিও কেন এই নির্দেশ তিনি দিয়েছেন, তা বলেননি | মনে করা হচ্ছে, রাজ্য সরকারের ভাবমূর্তি স্বচ্ছ রাখতেই এই পদক্ষেপ | এই নতুন মন্ত্রীদের মধ্যে ছিলেন বাবুল সুপ্রিয়, প্রদীপ মজুমদার, স্নেহাশীষ চক্রবর্তী, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সত্যজিৎ বর্মন, তাজমুল হোসেন ও বিপ্লব রায়চৌধুরী | এদের প্রত্যেকের হাতে রয়েছে গুরুত্বপূর্ণ সব দফতর | সেখানে দ্রুততার সঙ্গে মন দিয়ে কাজ করে উন্নয়নকে মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রী এদিন তাঁদের দিয়েছেন | এমনকি তিনি নতুন মন্ত্রীদের এই বার্তাও দিয়েছেন যে তাঁরা যেন, কোনও ভাবেই মন্ত্রিসভাকে অসম্মান না করেন, মন্ত্রিসভার কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে যেন কাজ না করেন এবং সর্বোপতি কোনও দুর্নীতির সঙ্গে যে নিজেদের না জড়ান| একই সঙ্গে এদিনের বৈঠকে সব প্রতিমন্ত্রীর জন্য নতুন এক নির্দেশ জারি করা হয়েছে | তাতে বলা হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিমন্ত্রীদের জন্যেও নির্দিষ্ট কাজ বেঁধে দেবে মুখ্যমন্ত্রীর দফতর | এতদিন প্রতিমন্ত্রীদের সে রকম কোনও কাজ থাকত না | সেই কারণেই এই সিদ্ধান্ত | এবার থেকে মুখ্যমন্ত্রীর দফতর থেকেই নির্দিষ্ট করে দেওয়া হবে প্রতিমন্ত্রীদের কাজ |
Hindustan TV Bangla Bengali News Portal