Breaking News

বঙ্গোপসাগরে কেঁদো দ্বীপের কাছে ট্রলার ডুবি!নিখোঁজ অন্তত ১৮ জন মৎস্যজীবী,চলছে উদ্ধারকাজ

প্রসেনজিৎ ধর :- জন্মাষ্টমীর দিনে ট্রলার ডুবির ঘটনা ঘটল | বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপে মাছ ধরতে গিয়ে ফের ট্রলার ডুবির ঘটনা ঘটল | নিখোঁজ প্রায় ১৮ জন মৎস্যজীবী | এম ভি সত্য নারায়ণ নামে একটি মাছ ধরার ট্রলার চড়ায় ধাক্কা লেগে ডুবে গিয়েছে বঙ্গোপসাগরে | আর সেই দুর্ঘটনার জেরে নিখোঁজ হয়েছেন ট্রলারে থাকা ১৮জন মৎস্যজীবী | এদের সকলেরই বাড়ি দক্ষিণ ২৪ পরগণা জেলার কাকদ্বীপ মহকুমা এলাকায় | ইতিমধ্যেই এই ঘটনায় উপকূলরক্ষী বাহিনী উদ্ধারকার্য শুরু করে দিয়েছে | তবে আদৌ কাউকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে | ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে মৎস্যজীবীদের পরিবারে| জানা গেছে, সত্যনারায়ণ নামে একটি ট্রলার ভোর রাতেই মাছ ধরতে বের হয় | তবে বঙ্গোপসাগরের কেঁদো দ্বীপের থেকে ১০-১২ কিমি দূরে হঠাৎই উল্টে যায় ওই ট্রলারটি | ওই ট্রলারে ছিল অন্তত ১৭-১৮ জন মৎস্যজীবী | যদিও এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি | উদ্ধারকাজ শুরু হয়েছে | প্রশাসন, কোস্ট গার্ডের রক্ষীরা মিলে সমুদ্রে উদ্ধার চালাচ্ছে | মৎস্যজীবী সংগঠনের কর্তা সতীনাথ পাত্র জানান, ‘একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়েছি | তবে ওই ট্রলারে থাকা কোনও মৎস্যজীবীর সঙ্গেই যোগাযোগ করা সম্ভব হয়নি | প্রশাসন ও কোস্ট গার্ডকে খবর দেওয়া হয়েছে |’ট্রলার ডুবির খবর পাওয়া মাত্রই এদিন সকালে নামখানা থেকে বেশ কয়েকটি ট্রলার রওয়ানা দিয়েছে দুর্ঘটনাস্থলের দিকে | খবর যায় উপকূলরক্ষী বাহিনীর কাছেও | তাঁরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করার বার্তা দেন | কিন্তু দুর্যোগের জন্য ইতিমধ্যেই সাগর উত্তাল হয়ে উঠেছে | তাই দুর্ঘটনাস্থলের কাছে পৌঁছেও উদ্ধারকার্য চালাতে ব্যাহত হতে হচ্ছে বলে উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *