Breaking News

পাঁচ জেলার ডেঙ্গু পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রশাসন!নবান্নে বৈঠক ডাকলেন স্বাস্থ্য সচিব

দেবরীনা মণ্ডল সাহা :- রাজ্যের বর্তমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন নবান্ন | ডেঙ্গু মোকাবিলায় এবার বৈঠক ডাকল রাজ্য স্বাস্থ্য দফতর| শনিবার নবান্নে এই বৈঠক ডেকেছেন রাজ্যের সাস্থ্য সচিব | বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সব জেলাশাসক ও সিএমওএইচদের | ওই বৈঠকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি কোভিড ভ্যাকসিন-সহ একাধিক ইস্যু উঠে আসবে বলে সূত্রের খবর |পরিসংখ্যান বলছে, ১৭ আগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গু আক্রান্ত ৪১৮৪ জন। এর মধ্যে ১১ থেকে ১৭ আগস্ট আক্রান্ত ৫৩৫ জন | ৩ থেকে ১০ আগস্ট এই সংখ্যাটা ছিল ৫৪৮ | এই পরিস্থিতিতে নবান্নের নির্দেশে পাঁচটি জেলাকে বিশেষভাবে সতর্ক করে ডেঙ্গু নিয়ে শনিবার উচ্চপর্যায়ের বৈঠকে বসছে স্বাস্থ্যদফতর,নেতৃত্বে স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম | মুখ্যসচিব নিজে বারবার জেলাশাসক ও সিএমওএইচ-দের জানিয়ে দিয়েছেন, স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনে ডেঙ্গু মোকাবিলার জন্যে যাবতীয় পদক্ষেপ করতে হবে | সাতদিনের মধ্যে জমা জল সরিয়ে ফেলার নির্দেশও দেন তিনি | এই পরিস্থিতিতে নবান্নের নির্দেশে ফের বৈঠকে বসছেন স্বাস্থ্যসচিব নিগম | কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্য সচিব| সেই বৈঠকে রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে এলাকায় এলাকায় প্রতিদিন পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ ড্রাইভ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর | তার একদিন পর এবার রাজ্যের স্বাস্থ্য সচিব বৈঠক ডাকলেন জেলাশাসক ও সিএমওএইচ’দের নিয়ে|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *