Breaking News

লোকসভা অধ্যক্ষের সাক্ষাৎ চাইলেন সাংসদ দিব্যেন্দু,তাহলে কি এবার দিব্যেন্দু বিজেপিতে!

নিজস্ব সংবাদদাতা :- দলবদলের তালিকায় এবার কে? যার উত্তর সম্ভবত মিলতে পারে আর কয়েকদিনের মধ্যেই | ফের একবার পদ্ম ফুটতে পারে অধিকারী পরিবারে | শুভেন্দু অধিকারীর বড় ভাই রবিবারই লোকসভার অধ্যক্ষের কাছে সময় চেয়েছেন দেখা করার | সূত্রের খবর, আগামী ১০ ফেব্রুয়ারি লোকসভার অধ্যক্ষের সঙ্গে তিনি দেখা করতে পারেন | তারপরই দিব্যেন্দু সাংসদ পদ ছাড়তে পারেন বলেই জল্পনা | আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী | একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে সেদিনই হলদিয়া যাবেন তিনি। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই আমন্ত্রণ পেয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী | শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই অধিকারী পরিবারকে সরাসরি কটাক্ষের পথে হেঁটেছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব |

পরিবারের দুই সাংসদ তৃণমূলে থাকলেও শিশির অধিকারীর পাশাপাশি দিব্যেন্দুকেও আক্রমণ সহ্য করতে হয়েছে | ফলস্বরূপ সাম্প্রতিক সময়ে তাঁদের কোনও দলীয় কর্মসূচিতেও দেখা যায়নি | রবিবারই আবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গেও দেখা করেছিলেন দিব্যেন্দু | ইদানীং একাধিক সভায় শুভেন্দুকে বলতে শোনা গিয়েছে, অধিকারী বাড়িতেও ফের পদ্ম ফোটাবেন তিনি | শিশির বা দিব্যেন্দুও দলবদল করবেন কিনা সে গুঞ্জন তখন থেকেই রয়েছে | তবে দিব্যেন্দু এবার সোজা লোকসভার অধ্যক্ষের কাছে সময় চাওয়ায় সেই জল্পনা আরও বৃদ্ধি পেল |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *