Breaking News

আসন্ন নির্বাচন, বেআইনি অস্ত্রের চোরাচালান রুখতে প্রস্তুত লালবাজার, নিচ্ছে কড়া পদক্ষেপ

নিজস্ব সংবাদদাতা :- নির্বাচন এগিয়ে আসতে ক্রমেই বাড়ছে হিংসার জের। কখনো বাগবিতণ্ডা তো কখনো শুটআউট। আর ভোটের আগেই এবার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। এমনকি বাড়ছে বেআইনি অস্ত্রর চোরাচালান। তাই ইতিমধ্যেই এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সরব হয়েছে লালবাজার। এমনকি কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা মাসিক ক্রাইম বৈঠকে প্রতি থানাকে সতর্ক করেছেন| গত মাসেই শহর জুড়ে বেশ কয়েকটি শুটআউটের ঘটনা প্রকাশ্যে এসেছে। সেখানে কলকাতার একধিক জনবহুল এলাকায় রয়েছে। কিন্তু ভোটের আগেই পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে পড়ছে তা সামাল দেওয়ার জন্যই এবার কড়া পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুলিশ। প্রসঙ্গত, এর পেছনে রয়েছে ট্রাবল মঙ্গার্স এবং হিস্ট্রি শিটার নির্বাচন কমিশনের পরিভাষায় এলাকায় এলাকায় যারা গন্ডগোল পাকায় তাদের বলে ট্রাবল মঙ্গার্স। আর যারা দীর্ঘদিন নানা অপরাধের সঙ্গে যুক্ত এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রাখে, রাজনৈতিক দলের হয়ে ঝামেলা করে তাদের বলে হিস্ট্রি শিটার। আর পরিস্তিতি বাগে আনতেই এখন সক্রিয় হয়ে পড়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখা|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *