Breaking News

বঙ্গোপসাগরে ডুবছিল শতাধিক বাংলাদেশি ট্রলার, ভারতীয় জলসীমায় উদ্ধার ৫৫ মৎস্যজীবী!

দেবরীনা মণ্ডল সাহা :- ভারতের মৎস্যজীবীদের তৎপরতায় উদ্ধার ৫৫ জন বাংলাদেশি মৎস্যজীবী | এই সংখ্যা বাড়তে পারে আরও, অনুমান এমনটাই | সম্প্রতি বাংলাদেশের ১০০ টি ট্রলার ডুবেছিল বঙ্গোপসাগরে | জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি, পাথরপ্রতিমায় ভারতীয় জলসীমায় তাঁদের উদ্ধার করা হয়েছে | উদ্ধার করার পর বাংলাদেশি মৎস্যজীবীদের ভর্তি করা হয়েছে একাধিক হাসপাতালে | অন্যদিকে, দিঘা থেকে ৩ টি মাছ ধরার ট্রলারের ২৭ জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করা হয়েছে| তাঁদের বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে, এমনটাই জানানো হয়েছে | জানা গিয়েছে, গত শুক্রবার বাংলাদেশের ১১ মৎস্যজীবী ট্রলার ডুবে যাওয়ার পরে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় প্রবেশ করেন | শনিবার তা দেখতে পান ভারতের মৎস্যজীবীরা | তাঁদের উদ্ধার করে তুলে দেওয়া হয় বনদফতরের হাতে | এরপর রাতেও উদ্ধার করা হয় কয়েকজনকে | এভাবে উদ্ধার করা হয় প্রায় ৫৫ জনকে | উদ্ধারকারী ও প্রশাসনের অনুমান, ওই এলাকা থেকে উদ্ধার হতে পারে আরও বেশ কয়েকজন বাংলাদেশি মৎস্যজীবী | প্রথমে তাঁদের রাখা হয় সুন্দরবন ফিসারমেন অ্যাসোসিয়েশন অফিসে | তারপর এই খবর জানানো হয় জেলা পুলিশ সুপারকে | এরপর উদ্ধার করা ওই সমস্ত মৎস্যজীবীদের তুলে দেওয়া হয় রায়দিঘি থানার পুলিশের হাতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *