Breaking News

‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ’, এবার মমতা-অভিষেকের যৌথ ছবি দিয়ে নতুন পোস্টার শহরে,সমন্বয়ের বার্তা দেওয়ার প্রয়াস?

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ‘পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ |’ এবার কলকাতায় নতুন পোস্টার পড়ল তৃণমূলের নামে,যাতে একসঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি | সঙ্গে লেখা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে | সম্প্রতি দক্ষিণ কলকাতা জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি–সহ পোস্টার পড়েছিল | যেখানে লেখা ছিল, ‘‌আগামী ছয় মাসের মধ্যে সামনে আসবে নতুন তৃণমূল | ঠিক যেমন সাধারণ মানুষ চায় |’‌ তা নিয়ে বেশ জলঘোলা শুরু হয় রাজ্য–রাজনীতিতে | যদিও সেই পোস্টার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁটানো হয়নি বলেই দাবি | পোস্টারগুলি লাগিয়েছিল আশ্রিতা এবং কলরব নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা | আজ, রবিবার নতুন পোস্টার পড়ল শহর কলকাতায় | তবে এবার ছবিতে রয়েছেন মমতা–অভিষেকের মুখ | আর সেখানে মোটা হরফে লেখা, ‘‌পুরাতনই ভিত্তি, নতুনই ভবিষ্যৎ ’‌ নয়া এই পোস্টার দিয়েছে বাংলা সিটিজেন্স ফোরাম | সূত্রের খবর, অভিষেকের ছবি দিয়ে যে পোস্টার পড়েছিল তাতে বিস্তর গুঞ্জন শুরু হয়েছিল | পুরনো নেতারা বুঝি ব্রাত্য হয়ে যাবেন এমন আলোচনাও শুরু হয় | এমনকী‌ অভিষেকের একার ছবি–সহ যে পোস্টার পড়েছিল, তা নিয়ে বিরোধীদের সমালোচনা উড়ে এসেছিল তৃণমূল কংগ্রেসের দিকে | সেটাকে কমব্যাট করতেই এই নয়া পোস্টার বলে মনে করা হচ্ছে তৃণমূলের তরফে অবশ্য কুণাল ঘোষ সেদিনই স্পষ্ট করে দেন, ওই পোস্টার দলের তরফে দেওয়া নয় | ‘আশ্রিতা ও কলরব’ নামের কোনও সংগঠন দিয়েছে | অভিষেকের কোনও সমর্থক তাঁর উদ্ধৃতি তুলে পোস্টার দিয়েছে | তাতে শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকাটাই স্বাভাবিক | সেদিনই কুণালবাবু জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলছে, এবং আগামী দিনেও চলবে | কলকাতার বিভিন্ন প্রান্তে কুণালের সেই বক্তব্যের সূত্র ধরেই পোস্টার দেওয়া হয়েছে | যাতে নবীন এবং প্রবীণ, সবাইকে একসঙ্গে নিয়ে চলার স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে | কুণালবাবু অবশ্য এদিন জানিয়েছেন, “এই পোস্টারও দলের তরফে দেওয়া হয়নি | এটি দিয়েছে সিটিজেনস ফোরাম | যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন সামাজিক কাজকর্ম করে | আমি এখনও দেখিনি| কিন্তু এটা ভাল কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল ছিল, আছে এবং থাকবে | ”এখন মমতা–অভিষেকের ছবি একসঙ্গে নিয়ে পোস্টার প্রকাশ করে দলের মধ্যে সমন্বয়ের বার্তা দেওয়া হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *