দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এ বছর ক্লাবগুলিকে ৬০ হাজার পুজো অনুদান দেবে রাজ্য সরকার | সঙ্গে ৫০ শতাংশ নয়, বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় | নেতাজি ইন্ডোরে স্টেডিয়ামে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী | ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তকমা পাওয়ার পর ২০২২ সালের দুর্গাপুজো যে এবারে আরও জাঁকজমক করে হতে চলেছে সেই ইঙ্গিত আগেই মিলেছিল | এবার সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা সহ রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিলেন | তিনি জানিয়ে দিলেন, এবারে রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রতিটি নথিভুক্ত পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে | গতবছর এই আর্থিক সাহায্যের পরিমাণ ছিল ৫০ হাজার | একই সঙ্গে গত বছর বিদ্যুতের দাম বাবদ বিদ্যুৎ বন্টন সংস্থাগুলি পুজো কমিটিগুলির কাছ থেকে ৫০ শতাংশ বিল নেয়েছিল | এবার মুখ্যমন্ত্রী সেই বিল ৬০ শতাংশ ছাড় দেওয়ার কথা জানিয়ে দিলেন অর্থাৎ পুজো কমিটিগুলিকে বিদ্যুতের দাম বাবদ মাত্র ৪০ শতাংশ টাকা দিতে হবে | এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বলেন,’ ১ সেপ্টেম্বর মিছিল হবে | রাজনৈতিক কারণে মিছিল নয়, ওই মিছিল থেকে ইউনেস্কোকে ধন্যবাদ জানাব | দুপুর ২টো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে জমায়েত হবে | শাঁখ,বাঁশি যে যেমন পারবেন, সেভাবেই মিছিলে শামিল হবেন। স্কুলে ছাত্রছাত্রীরাও থাকবে |’ জানান, ‘বিসর্জন হবে ৫, ৬,৭, ৮ তারিখ | জেলায় জেলায় পুজো কার্নিভাল হবে ৭ তারিখ | কলকাতা পুজো কার্নিভাল হবে ৭ তারিখ |’ শুধু তাই নয়, এবার পুজোয় ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন সরকারি কর্মীদের ছুটিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী | রাজ্যে পুজোর ব্যাপকতা বোঝাতে কিছু পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী | বলেন, ‘‘রাজ্যে ৪৩ হাজার পুজো কমিটির নাম নথিভুক্ত রয়েছে | তাছাড়াও রয়েছে বাড়ির পুজো | পল্লির পুজো | আজকাল মেয়েদেরও ভালো পুজো হয় | পুলিশ, বড় ক্লাবগুলির কাছে আমি গ্রেটফুল | তারা মহিলাদের ও ছোট ক্লাবগুলিকে সাহায্য করে | এ বার পুজো কি দুরন্ত হবে, নাকি দুর্দান্ত! সেই পরিকল্পনাও তৈরি করতে হবে |’’