দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- রাজ্যের পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করার ঘোষণা করেছে রাজ্য সরকার | এবার সেই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা | বুধবার মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি | কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও রাজ্য সরকারি কর্মচারীদের মেলেনি বকেয়া ডিএ বা মহার্ঘভাতা | বরং পাল্টা মামলা করা হয়েছে | এই পরিস্থিতিতে পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় |কেন এই বাড়তি অনুদান? রাজ্যের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আজ, বুধবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা | আর রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের জনস্বার্থ মামলার আবেদন শুনানির জন্য গ্রহণ করল কলকাতা হাইকোর্ট | আদালত সূত্রে খবর, এই মামলাটি করেছে আইনজীবীদের একটি সংগঠন | বুধবার এই জনস্বার্থ মামলার অনুমতিও দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি | দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছে শুক্রবার মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে | আজ, বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজেশ ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে পুজো কমিটিগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে | সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা সহ রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকে রাজ্যের প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেন তিনি| গত বছর এই অনুদানের পরিমাণ ছিল ৫০ হাজার টাকা | এবছর ১০ হাজার টাকা বাড়িয়ে অনুদানের পরিমাণ ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছে রাজ্যের তরফে | প্রসঙ্গত গত বারেও রাজ্যের এই অনুদান দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল | সেবার আদালতে রাজ্যের যুক্তি ছিল, কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই অর্থসাহায্য করা হয়েছে | রাজ্যের সেই দাবির জেরে কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল যে ওই অর্থ মাস্ক ও স্যানিটাইজার কেনা ছাড়া দ্বিতীয় কোনও জায়গায় খরচ করা যাবে না | পাশাপাশি সেই টাকার খরচের খতিয়ান রাজ্য সরকারকে পুজো কমিটিগুলির কাছ থেকে সংগ্রহ করে তা আদালতে জমা দিতে হবে | এবছর আবার অনুদানের বিষয়ে মামলা দায়ের হওয়ার ফলে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই তাকিয়ে সবাই | মামলা দায়েরের অনুমতি চাওয়ার পাশাপাশি দ্রুত যাতে এই মামলার শুনানি হয় সেই বিষয়ে বিচারপতির কাছে আর্জি জানান হয় | বিচারপতি দ্রুত শুনানির বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানান | আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে |