Breaking News

২০২৪-এর লোকসভা নির্বাচনের লক্ষ্যে আসছে ‘খেলা হবে’ গানের নয়া সংস্করণ, থাকছে একাধিক চমক!

প্রসেনজিৎ ধর, কলকাতা :- ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে ঝড় তুলেছিল দেবাংশু ভট্টাচার্যের ‘খেলা হবে’ গান। তৃণমূলের এবার লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। সেই লক্ষ্যে এবার ‘খেলা হবে’ গানের নয়া সংস্করণ তৈরি করলেন দেবাংশু। নয়া এই সংস্করণে উঠে এসেছে জাতীয় রাজনীতি থেকে শুরু করে লক্ষীর ভাণ্ডারের সাফল্য। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে নিয়ে আসা হতে চলেছে ‘খেলা হবে’-র নয়া সংস্করণ। এক্ষেত্রে লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি তৃণমূলের সাফল্য এবং বিজেপির দুর্নীতির দিকটি তুলে ধরা হবে। দেবাংশু জানিয়েছেন, “দেখতে দেখতে এক বছর! এই স্লোগান আমার কাছে সন্তানের মত। এই স্লোগান আমার কাছে আবেগ। রাস্তাঘাটে আজও কেউ দেখলে যখন “খেলা হবে” বলে সম্মোধন করেন, ভেতরে ভেতরে বড্ড আনন্দ পাই। সেই স্লোগান বা গানে বদল আসছে।’’ইতিমধ্যে বেশ কয়েকটি লাইন উঠে এসেছে জনসমক্ষে।দেবাংশুর নতুন এই গান হল-‘বাইরে থেকে বর্গী এল। চটির হাওয়ায় ভেসে গেল। দিল্লি এবার আসছি তবে বন্ধু আবার খেলা হবে…। ফন্দি এঁটে কষ্ট দিলে এক পা ভেঙে আটকেছিলে। দুর্গা এবার দিল্লি যাবে। অসুর তোমার খেলা হবে!’ গত বিধানসভা নির্বাচনের আগে দেবাংশুর ‘খেলা হবে’ স্লোগান যেভাবে ঝড় তুলেছিল তা শুধু রাজনৈতিক গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না, লোক-মুখেও জনপ্রিয় হয়েছিল এই খেলা হবে স্লোগান। আর সেই সঙ্গে দেবাংশুর খেলা হবে গানটিও ব্যাপক ভাইরাল হয়েছিল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভোটের ময়দানে খেলা হবে স্লোগান দিয়েছিলেন। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল হুঙ্কার দিয়েছিলেন ‘ভয়ঙ্কর খেলা হবে।’ এমনকি বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও পাল্টা বলেছিলেন, ‘আমরাও বলছি খেলা হবে।’ একুশে নির্বাচনের আগে এই স্লোগানটি ব্যবহার করতে দেখা গিয়েছে কমবেশি সমস্ত রাজনৈতিক নেতাদের।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *