Breaking News

ছাত্র সমাবেশে করা আশঙ্কা বাস্তবায়িত!কয়লা পাচারকাণ্ডে ফের অভিষেককে তলব ইডির

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- কয়লাপাচার কাণ্ডে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী শুক্রবার তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন সকাল ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সূত্রের খবর, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি থেকে ইডির আধিকারিকরা কলকাতায় আসছেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে উঠে বলেছিলেন, ‘যতদূর দেখা যাচ্ছে কালো মাথা। বাংলার মানুষের এই সমর্থন অন্য কারও আছে?বিজেপি–সিপিআইএম–কংগ্রেস একসঙ্গে নামলে তাদের ১০ গোলে দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেব। এই যে আজকে এত বড় সমাবেশ, আপনারা আমার কথা লিখে রাখুন, চার–পাঁচদিনের মধ্যে আবার কিছু একটা করবে।’ চার–পাঁচদিন সময় লাগল না। ঠিক তার পরদিনই তলব করা হল তাঁকে।?‌ সূত্রের খবর, কলকাতায় ইডি’‌র অফিসে অভিষেককে হাজিরা দিতে বলা হয়েছে ২ সেপ্টেম্বর। কয়লা পাচার মামলায় তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ ১ সেপ্টেম্বর কলকাতা শহরে দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি দেওয়ার মিছিলের পরদিনই তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।এই তলব ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে বলে মনে করছে তৃমমূল কংগ্রেস। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “অভিষেক বিজেপির পথের কাঁটা হয়ে উঠেছেন। এটা চক্রান্ত। ওঁকে এজেন্সির মাধ্যমে হেনস্থা করা হচ্ছে। এটা যে সম্পূর্ণভাবে রাজনৈতিক চক্রান্ত তা বিজেপির নেতা-মন্ত্রীদের কথায় স্পষ্ট হয়ে গিয়েছে। অভিষেককে যে কতখানি ভয় পায় বিজেপি তা স্পষ্ট। ইস্পাত কঠিন স্নায়ু নিয়ে আইনি পথে লড়াই চালাবেন অভিষেক।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *