নিজস্ব সংবাদদাতা :- নির্বাচনের আগে বড় রদবদল হল রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে | জয়েন্ট সিইও অনামিকা মজুমদার, অ্যাডিশনাল সিইও শৈবাল বর্মণ ও ডেপুটি সিইও অমিতজ্যোতি ভট্টাচার্যকে সরানো হল | শৈবাল বর্মণ বদলি হলেন নবান্নে | কী কারণে এই তিনজনকে সরানো হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে জানানো হয়নি | তবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই তিন আধিকারিকের বদলির ঘটনায় অনেকেই হতবাক | উল্লেখ্য, দুই আইএএস অফিসার যোগ দেওয়ার পর সংখ্যা ছিল ১১ | সিইও আইএএস তাকে ধরলে ১২ | এখন তিনজন চলে যাওয়ার ফলে সংখ্যা ৮ জন। ভোটের ঠিক আগেই কমিশনের এই ধরনের সিদ্ধান্তের পেছনে বড় কোনও কারণ কাজ করছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে | সূত্রের খবর, কিছু দিন আগে নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়| সেখানে বাংলার ১২ জন নির্বাচনী আধিকারিকের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি | সেই ১২ জনের তালিকায় নাম ছিল এই তিন আধিকারিকের নামও |