প্রসেনজিৎ ধর :- তৃণমূলে দল ছাড়ার ইনিংস অব্যাহত | এবার ফের দল থেকে পদত্যাগ করলেন ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার | স্পিড পোস্টের মাধ্যমে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীকে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গিয়েছে | দীপক হালদারকে ঘিরে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই| তৈরি হয়েছিল তাঁর বিজেপি-যোগ গুঞ্জনও | তবে মেগা যোগদান মেলা হয়ে যাওয়ার পর গুঞ্জনে জল পড়ে বলেই মনে করেছিলেন রাজনৈতিক মহল | কারণ রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তীদের মতো তৃণমূলের হেভিওয়েট নেতারা বিজেপিতে গেলেও, সেই তালিকায় নাম ছিল না দীপক হালদারের |
কিন্তু ফের মাথাচাড়া দিয়ে উঠল নামটি | গত মাসেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুলতুলির সভায় যোগ দেননি দীপক হালদার| তখন তিনি প্রকাশ্যে বলেন, সঠিকভাবে অভিষেকের সভায় যাওয়ার জন্য আমন্ত্রণই জানানো হয়নি তাঁকে | দলের প্রতি ক্ষোভ উগরে দেন তিনি | তবে দলত্যাগ করলেও দীপক হালদার এই মুহূর্তে বিজেপিতে যোগ দিচ্ছেন কিনা, তা জানা যায়নি |উল্লেখ্য, ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালদার বেশ কিছুদিন ধরে দলে কোণঠাসা বলে অভিযোগ করেছিলেন। আর তাঁর অভিযোগের আঙুল ছিল স্থানীয় কয়েকজন যুবনেতার দিকে। তাঁদের চাপে তিনি স্বাধীন ভাবে কাজ করতে পারছিলেন না বলে একাধিকবার জানিয়েছেন তিনি। তাই যে কোনও সময় তিনি দল ছাড়তে পারেন বলে গুঞ্জন ছিল। এদিন সেই সমস্ত জল্পনার অবসান হল।