Breaking News

মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা!প্রতিবাদে বিক্ষোভ সমর্থকদের,বাড়ি ঘিরে ফেলল কেন্দ্রীয় বাহিনী

দেবরীনা মণ্ডল সাহা :- সাতসকালেই রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছে সিবিআই। এমনকী আসানসোলে রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটকের বাড়ি এবং দফতরে তল্লাশি চালানো হয়েছে। কয়লা পাচার মামলায় মলয় ঘটককে জেরা করতে কলকাতায় মন্ত্রীদের আবাসনে পৌঁছল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এখন সেখানেই রয়েছেন মলয় ঘটকও। কয়লা পাচার নিয়ে সেখানে তাঁর সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
বুধবার আসানসোলে রাজ্যের আইনমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তল্লাশি অভিযান শুরু হয়। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। কয়লাপাচার তদন্তে আসানসোলে মলয় ঘটকের বাড়িতে যায় সিবিআই। আপকার গার্ডেন ও চেলিডাঙায় মন্ত্রীর দুটি বাড়িতে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এমনকী আপকার গার্ডেন ওয়েস্টে মলয় ঘটকের তৃতীয় বাড়িতেও হানা দিয়েছে তারা। আপকার ওয়েস্টের বাড়িতে সস্ত্রীক মন্ত্রীর বাস। সেখানে আপাতত মন্ত্রীর স্ত্রী রয়েছেন। সেই বাড়িতে যখন তল্লাশি চলছে ঠিক সেখান থেকে ৫০ মিটার দূরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা।

তাঁদের দাবি, বিজেপির ইঙ্গিতে সিবিআই কাজ করছে। মিথ্যে অপবাদ দিয়ে মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। সূত্রের খবর, আপকার গার্ডেনের বাড়িতে লকার ভেঙে তল্লাশি চালিয়েছে সিবিআই। তবে সেখান থেকে এখনও কিছু উদ্ধার হয়েছে কিনা তা জানা যায়নি।কলকাতায়ও মন্ত্রীর তিনটি বাড়ি রয়েছে। এরমধ্যে লেক গার্ডেন্সে রয়েছে ২টি বাড়ি। সেখানের একটি বাড়িতে থাকেন মন্ত্রীর ছেলে এবং তাঁর বউ। সেখানেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। তালা ভাঙার কারিগরকেও সেখানে ডেকে আনা হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি মন্ত্রীদের আবাসনে ঢুকে রাজ্যের আইনমন্ত্রীকে চলছে জেরা। হয়েছে?‌ সূত্রের খবর, মন্ত্রীদের আবাসনের বাইরে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে।
মলয় ঘটক তাঁর নিরাপত্তারক্ষী ও সিবিআই আধিকারিকরাই শুধু ভিতরে রয়েছেন। বাইরে মোতায়েন সিআরপিএফ জওয়ানের দল। সেখানে মন্ত্রীকে জেরা করা হচ্ছে। এর আগে কয়লাপাচার কাণ্ডে মলয়কে তলব করা হয়। কয়েকবার সাড়া দিলেও পরে আর সাড়া দেননি মন্ত্রী। তাই এই আচমকা হানা।উল্লেখ্য এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কয়লা পাচার-কাণ্ডে মলয় ঘটককে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। কিন্তু সে সময় ইডি দফতরে হাজিরা দেননি তিনি। আগামী ১৪ সেপ্টেম্বর মন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আবার ইডি। তার মাঝে এই সিবিআই হানায় শোরগোল রাজ্য রাজনীতিতে |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *