Breaking News

কয়লা পাচারকাণ্ডে সিআইডি তলবে আজ হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি!

দেবরীনা মণ্ডল সাহা :- কয়লা পাচার কাণ্ডের তদন্তে জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির। আজ ভবনী ভবনে তলব করা হয় তাঁকে। কিন্তু আজ সিআইডির কাছে হাজিরা দিচ্ছেন না জিতেন্দ্র তিওয়ারি। সিআইডি-কে চিঠি দিয়ে হাজিরা না দেওয়ার কথা জানিয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।সূত্রের খবর চিঠিতে জিতেন্দ্র তিওয়ারি লিখেছেন, আড়াই বছর আগে ২০২০ সালের অন্ডাল থানার একটি মামলায় তাঁকে তলব করা হয়েছে। কিন্তু তাঁকে কেন ডাকা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। সেইসঙ্গে আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন। যার কোনওটার মধ্যেই অন্ডাল পড়ে না। পাশাপাশি, তাঁর আরও বক্তব্য, কয়লাপাচার কাণ্ডে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তদন্ত করছে। তাহলে সেখানে সিআইডি কোথা থেকে আসছে? সিআইডি তলবে তিনি কেন যাবেন? এই তলবকে তিনি প্রতিহিংসার রাজনীতি বলেও উল্লেখ করেছেন। জিতেন্দ্রর দাবি, ২০২০ সালে তিনি আসানসোল পুরনিগমের মেয়র ছিলেন। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন। কিন্তু রাণীগঞ্জ বিধানসভার অন্তর্গত অন্ডাল থানায় একটি মামলায় তাকে সাক্ষী হিসেবে ডাকা হচ্ছে। যা আসানসোল পুরনিগম এলাকার মধ্যে পড়ে না। পাণ্ডবেশ্বর বিধানসভার আওতায়-ও পড়ে না। তাই তিনি সিআইডির এই তলবে যাবেন না। হাইকোর্ট যদি এই সংক্রান্ত বিষয়ে তাঁকে তলব করে বা চিঠি দেয় তবেই তিনি সিআইডির কয়লা কাণ্ডের এই মামলায় সাক্ষী হিসেবে যাবেন বলেই খবর।প্রসঙ্গত, গতকালই সাংবাদিক বৈঠক থেকে জিতেন্দ্র তিওয়ারির পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “সে মামলা ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তাধীন, তাতে তলব করতে পারে না সিআইডি।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *