দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসি দুর্নীতির তদন্তে অভিযুক্তদের মুখোমুখি বসিয়ে জেরা করার প্রয়োজন বলে সিবিআই সূত্রে খবর। সম্প্রতি নিয়োগ দুর্নীতি-কাণ্ডে গ্রেফতার করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। ঘটনাচক্রে, কল্যাণময়ের গ্রেফতারের পর এই মামলায় আগেই গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে নিয়েছে সিবিআই। এই প্রেক্ষাপটে শান্তিপ্রসাদকে আবারও নিজেদের হেফাজতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘটনাক্রম যে পথ এগোচ্ছে, তাতে পার্থ, কল্যাণময় ও শান্তিপ্রসাদকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে বলে সূত্রের খবর।সিবিআইয়ের হাতে রয়েছে বেশকিছু প্রশ্ন। এর মধ্যে রয়েছে কোথা থেকে আসত চাকরি প্রার্থীদের নাম? কার নির্দেশে সুপারিশপত্র তৈরি হতো? আজ ফের আদালতে পেশ করা হয় শান্তপ্রসাদ সিনহাকে। সেখানে সিবিআই ফের তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন করে। মনে করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহাকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।
উল্লেখ্য, এর আগে ওই ৩ জনকে আলাদা আলাদা করে জেরা করা হয়। কিন্তু দেখা যাচ্ছে সেইসময় তাঁরা যে বয়ান দিয়েছিলেন তার মধ্যে বিস্তর অসংগতি রয়েছে। সেই অসঙ্গতি দূর করার জন্য ওই ৩ জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে | তার ভিত্তিতে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনে ওই দুজনকে পার্থর মুখোমুখি বসানো হতে পারে।সিবিআই সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই শান্তিপ্রসাদকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। হাই কোর্ট নিযুক্ত বাগ কমিটির রিপোর্টেও শান্তিপ্রসাদের নাম ছিল।২৩ জুলাই ইডির গ্রেফতারির পর প্রথমে ইডি হেফাজত, তারপর জেল হেফাজত হয় পার্থ চট্টোপাধ্যায়ের । এবার আবার সিবিআই হেফাজতে পার্থ। এদিন আলিপুর আদালতে সশরীরে হাজিরা দেন পার্থ চট্টোপাধ্য়ায়। শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে ইডি। কিন্তু এতদিনেও চার্জশিট দিতে পারেনি ইডি। এরপরই আচমকা সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে হেফাজতে চাইছে। এটা চক্রান্ত।’ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের ও সিবিআই হেফাজত হয়েছে।