Breaking News

এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেফতার করল সিবিআই!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে সুবীরেশ ভট্টাচার্য। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৬।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও হিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন সুবীরেশ। তাঁকে সোমবার গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা, অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্য।এভাবে উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ চেয়ারে বসে থাকা কোনও ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে এর আগে তিনি বারবারই দাবি করেছেন টেকনিকাল ত্রুটি থাকতে পারে। তবে তদন্তকারীদের দাবি, সব জেনেও তথ্য গোপন করতেন তিনি। সূত্রের খবর, অর্থের বিনিময়ে যে তালিকা তৈরি হয়েছিল সে ব্যাপারে তিনি জানতেন। এমনকী শান্তিপ্রসাদ সিনহার সঙ্গেও তাঁর এনিয়ে যোগসূত্র ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু গরমিলের ব্যাপারে তিনি চুপ করে থাকতেন বলে তদন্তে উঠে আসে। এরপর সুবীরেশের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। কিন্তু সুবীরেশের বয়ানে সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত।সূত্রের খবর, সেই জেরায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেফতার করল সিবিআই। সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে। উল্লেখ্য, এই প্রথম কোনও উপাচার্যকে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার করল সিবিআই। অন্যদিকে সুবীরেশের দাবি, তাঁর আমলে কোনও দুর্নীতি হয়নি। এর আগে তাঁর ফ্ল্যাট, কোয়ার্টার এবং দফতরে হানা দিয়েছিল সিবিআই। তাঁকে একাধিকবার জেরাও করা হয়েছিল। সিল করা হয়েছিল তাঁর ফ্ল্যাট। সোমবার সুবীরেশকে তলব করেছিল সিবিআই। তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে হাজিরাও দিয়েছিলেন। করা হচ্ছিল জিজ্ঞাসাবাদ। তবে সেই পর্বের মাঝেই তাঁকে গ্রেফতার করা হয়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *