Breaking News

টেটে প্রশ্ন ভুল সংক্রান্ত মামলা!পুজোর আগে আরও ৬৫ জন টেট উত্তীর্ণকে নিয়োগ করতে হবে,নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পুজোর মুখে ফের টেট চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ১৮৫ জনের পর আরও ৬৫ জনকে চাকরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সোমবার টেটের প্রশ্ন ভুল সংক্রান্ত একটি মামলার শুনানিতে এই রায় দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ পুজোর আগেই সংশ্লিষ্ট টেট উত্তীর্ণদের চাকরিতে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় | ২০১৪ সালের টেট পরীক্ষায় ছ’টি প্রশ্ন ভুল থাকার অভিযোগ ওঠে। এ নিয়ে হাইকোর্টে মামলা করেন কয়েক জন পরীক্ষার্থী। সেই সময় আদালত মামলাকারীদের ছয় নম্বর দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় পর্ষদ। তারপর সেখান থেকে মামলাটি ঘুরে পুনরায় কলকাতা হাই কোর্টে ফিরে আসে। এখন প্রশ্ন ভুলের মামলাটি ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এমতাবস্থায় শিক্ষক নিয়োগ সংক্রান্ত চলতি বিতর্কে পর্ষদ সিদ্ধান্ত নেয়, প্রশ্ন ভুলের দরুন সব পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হবে। এর ফলে অনেক টেট অনুত্তীর্ণ প্রার্থী, উত্তীর্ণ হন। এবং চাকরি পাওয়ার যোগ্য বলে দাবি করেন। চাকরির দাবিতে আদালতের দ্বারস্থ হন ওই টেট পরীক্ষার্থীদের একাংশ। আদালতে পর্ষদের তরফে প্রথম জানানো হয়েছিল, প্রয়োজনীয় শূন্যপদ নেই। কিন্তু বিচারপতি নির্দেশ দেন, শূন্যপদ তৈরি করেও উত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দিতে হবে।এর আগে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেধাতালিকা অনুযায়ী ৯২৩ জনের নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে বিচারপতির বক্তব্য, যোগ্য প্রার্থীদের সুপারিশপত্র দিতে হবে। এই মর্মেও ২৮ সেপ্টেম্বরের মধ্যে কাউন্সেলিংয়ের জন্য বিজ্ঞপ্তি জারি করারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট |

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *