প্রসেনজিৎ ধর, কলকাতা :- ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হবে পরবর্তী টেট, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আগেই জানানো হয়েছিল, ডিসেম্বর মাসে টেট বা প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া হবে। বহুদিন ধরে রাজ্যে মামলার জটিলতায় আটকে শিক্ষক নিয়োগ। এবার সেই সমস্ত নিয়োগ জট কাটিয়ে শীঘ্রই শূন্যপদে শিক্ষকদের আনার ব্যাপারে দিশা দেখালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু | একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখার কথা বলেন তিনি।এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আন্দোলনকারীদের উদ্দেশে বার্তা দেন, ”অবস্থান আন্দোলন না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন।” নিয়োগ সংক্রান্ত জটিলতা মেটাতে এদিন বিকেল চারটেয় শীর্ষ নেতৃত্বের বৈঠকের কথা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ফের নেওয়া হবে টেট পরীক্ষা। তবে তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সোমবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিদ্যাসাগর অ্যাকাডেমিতে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানেই তিনি জানান, পর্ষদের সঙ্গে পরবর্তী টেট নিয়ে তাঁর কথা হয়েছে। সম্ভবত ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে পরীক্ষা হবে। তবে পরীক্ষার তারিখ এখনও স্থির হয়নি।পর্ষদের সঙ্গে শিক্ষা দফতরের একটি বৈঠক হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই বৈঠকের পর নির্দিষ্ট তারিখ জানা যাবে। শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।এর আগে ২০১৪-য় টেট উত্তীর্ণ ও প্রশিক্ষিত ছয় হাজার এবং ২০১৭ সালের টেট পাশ ও ট্রেনড ৯, ৮৯৬ জন এখনও চাকরি পাননি। কলকাতা হাইকোর্ট প্রাথমিকে ২০১৪-র টেটে সফল যে ৫৯,৪০০ জনের মেধাতালিকা শিক্ষাগত যোগ্যতা, টেট এবং ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর-সহ প্রকাশ করা ও টেট পরীক্ষার আয়োজন দুটোই একই সঙ্গে করতে হবে বলে পর্ষদ সভাপতি জানিয়েছেন।
Hindustan TV Bangla Bengali News Portal