প্রসেনজিৎ ধর, কলকাতা :- কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল বিজেপি। হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস খসড়া প্রস্তাবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করেছিল বিজেপি। বৃহস্পতিবার সেই মামলা খারিজ করে দিল আদালত। গত ১৯ সেপ্টেম্বর জেলা পুরনির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেখানে হাওড়া পুরসভায় ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ করার প্রস্তাব রাখা হয়। এই বিজ্ঞপ্তি খারিজের আর্জি নিয়েই হাইকোর্টে গিয়েছিল বিজেপি।গত ১৯ সেপ্টেম্বর জেলা পুর নির্বাচনী আধিকারিক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৬ টি ওয়ার্ড করার কথা বলা হয়। এর বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। শুনানিতে গেরুয়া শিবিরের আইনজীবীর যুক্তি ছিল, ২০১৫ সালের আগে হাওড়া পুরসভায় ৫০টি ওয়ার্ড ছিল। পরে তা বালি পুরসভার সঙ্গে জড়ে ৬৬টি ওয়ার্ড করা হয়। রাজ্য সরকার আবার বিধানসভায় দু্’টি পুরসভাকে আলাদা করা বিল পাশ করে। সেই বিলটিতে এখনও রাজ্যপাল স্বাক্ষর করেননি। তাই, বিজ্ঞপ্তটিকে খারিজ করার দাবি জানায় তারা। অন্যদিকে রাজ্যের আইনজীবীর যুক্তি, বিজ্ঞপ্তিটি চূড়ান্ত নয়। জেলা নির্বাচনী আধিকারিক ওয়ার্ড পুনর্বিন্যাসের বিজ্ঞপ্তি দিয়ে জনগণের মতামত চেয়েছেন। কারও কোনও আপত্তি থাকলে তা লিখিত ভাবে দেওয়ার সুযোগ রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব মতামত বিবেচনা করা হবে।রাজ্যের এই যুক্তি শোনার পর বিচারপতি অমৃতা সিনহা মামলাটি খারিজ করে দেন।