Breaking News

নবনীড় বৃদ্ধাশ্রমে পুজো উদ্বোধনে গিয়ে মাতৃস্মরণ মমতার!গাইলেন ‘জাগো, জাগো মা’

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- মহালয়া থেকে টানা ম্যারাথন পুজো উদ্বোধনের পর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী পৌঁছে যান নবনীড় বৃদ্ধাশ্রমে। প্রতিবছরের মতো এ বছরও সেখানে পুজোর উদ্বোধন করেন। প্রতিবারের মতো এবারও নিজের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের তিনি উৎসবের আনন্দ ভাগ করে নেন প্রবীণ নাগরিকদের সঙ্গে। এদিন তাঁদের সঙ্গে কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায় |সঙ্গে ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও ইন্দ্রনীল রায়।এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের ঘরের মা আপনারাই। আপনাদের দেখে আমার নিজের মায়ের কথা মনে পড়ছে। মা মাকে হারিয়েছি। ববি, ইন্দ্রনীলও মাকে হারিয়েছে। তাই প্রতিবছর পুজোর আগে আপনাদের সঙ্গে দেখা করি। আমি প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখানে এসে প্রথমেই সকলের মুখগুলো দেখি। আগেই পরিচিত মুখগুলো খুঁজি। কোনও পরিচিত মুখ দেখতে না পেলেই ভয় লাগে। আশঙ্কা হয়।” এরপরই মুখ্যমন্ত্রী নিজের বাড়ির কালিপুজোয় নবনীড়ের সমস্ত প্রবীণ আবাসিকদের আমন্ত্রণ জানান।চতুর্থীর সন্ধ্যায় মুখ্যমন্ত্রীকে দেখা যায় নবনীড়ে চণ্ডীপাঠ করতে। তিনি বলেন, “এই ক’দিনে আমি দেড় হাজারেরও বেশি পুজো মণ্ডপের উদ্বোধন করেছি। বৃষ্টিতে ভিজে পৌঁছে গিয়েছিলাম মণ্ডপে মণ্ডপে। তাই গলাটা চোকড হয়ে রয়েছে। চেষ্টা করব আপনাদের একটু চণ্ডীপাঠ করে শোনাতে।”স্রেফ দুর্গাপুজো নয়, বছরের বিভিন্ন সময়ে নবনীড়ের প্রবীণ আবাসিকদের খোঁজখবর নেন মমতা। গত বছর পঞ্চমীতে আলিপুর বডিগার্ড লাইন থেকে ভার্চুয়ালি একাধিক পুজোর উদ্বোধন করেছিলেন মু্খ্যমন্ত্রী।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *