নিজস্ব সংবাদদাতা :- স্বাস্থ্যবিধি মেনে অবশেষে স্কুল খোলার ভাবনা রাজ্য সরকারের বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় | আগামী ১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর বিষয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার | স্কুল খুললে শুধু প্র্যাকটিক্যাল ক্লাস নয়, সব ক্লাসই হবে| তবে স্কুল খোলা ও ক্লাস করার বিষয়ে অভিভাবকদের অনুমোদন লাগবে | স্কুল খোলার বিষয়ে সমস্ত স্বাস্থ্য বিধি মেনে চলা হবে। যদিও কোভিড প্রোটোকল মেনে এখনই ছোটদের ক্লাস নয় | এদিন তৃণমূল ভবনে এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়|
করোনা পরিস্থিতির জেরে গত বছর মার্চ মাস থেকে দেশজুড়ে স্কুল-কলেজ বন্ধ | অতিসম্প্রতি দিল্লি সরকার রাজধানীতেও স্কুল খোলার কথা ঘোষণা করেছে | অন্য সব কর্মকাণ্ড ক্রমশই স্বাভাবিক হয়ে এলেও স্কুল-কলেজে গিয়ে পঠনপাঠন প্রক্রিয়া এখনও রাজ্যে শুরু হয়নি | পার্থ চট্টোপাধ্যায় বলেন, “আমরা নবম, দশম থেকে ১২ ক্লাস পর্যন্ত স্কুল চালানোর কথা ভাবছি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গেও বৈঠক ডেকেছি। তাঁদের যা মতামত হবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” শিক্ষামন্ত্রী আরও জানান, “স্কুল-কলেজ স্যানিটাইজ করার কাজ চলছে|এর চারটি শ্রেণির প্র্যাকটিক্যাল ক্লাসগুলোও যাতে হয় সেটাও বলব | সামনে স্বরস্বতী পুজো আছে সেটাও করা হবে |”
Hindustan TV Bangla Bengali News Portal