Breaking News

দশমীর রাতে বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে নিরুদ্দেশ যুবক,দেহ পাওয়া গেল মগরাহাটে,তদন্তে পুলিশ!

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- বান্ধবীর সঙ্গে রাতে দেখা করতে গিয়েছিলেন যুবক। তারপর থেকে আর খোঁজ নেই তাঁর। নিখোঁজ যুবকের নাম অয়ন মণ্ডল। পেশায় তিনি বাইক ট্যাক্সি চালক। বাড়ি কলকাতার পূর্ব পুঁটিয়ারির দীনেশ পল্লীতে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।নিহতের পরিজনরা জানিয়েছেন, দশমীর সন্ধ্যায় বাড়ির সামনে পুজো প্যান্ডেলে বসে ছিল অয়ন। তখন তাঁকে ফোন করে ডাকে তার এক বান্ধবী। ফোন পেয়ে কিছু দূরে বান্ধবীর বাড়িতে যায় যুবক। এর পর সারা রাত অয়নের কোনও খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অভিযোগ তার পরও যুবকের খোঁজে তৎপর হয়নি পুলিশ। এর প্রতিবাদে শুক্রবার পাড়ায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয়রা। তার জেরে তৎপরতা বাড়ে পুলিশের। নিখোঁজ যুবকের পরিবারের সদস্যদের থানা ডেকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এরই মধ্যে মগরাহাট থানা এলাকায় এক যুবকের দেহ উদ্ধারের খবর আসে। সেই ছবি দেখালে সেটি অয়নের দেহ বলে শনাক্ত করেন পরিবারের সদস্যরা।মগরাহাট থানা সূত্রে জানা গিয়েছে, মাগুরপুকুর এলাকায় একটি সেতুর নীচে পড়ে ছিল দেহটি। দেহের গলায় ও অন্যত্র আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যে দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনো রিপোর্ট হাতে আসেনি। তবে প্রাথমিকভাবে যুবককে খুন করা হয়েছে বলে অনুমান। ওদিকে যুবকের দেহ উদ্ধারের পর বান্ধবী ও তাঁর পরিবারের সদস্যদের আটক করেছে হরিদেবপুর থানা। কী করে যুবক মগরাহাট পৌঁছলেন তা জানার চেষ্টা চলছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *