দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- দুর্গাপুজোর কার্নিভ্যাল। আর তা নিয়ে এখন মেতে উঠেছে কলকাতার রেড রোড। আবার প্রতিটি জেলায় হবে এই কার্নিভ্যাল। তাই এখন শহর থেকে জেলা কার্নিভ্যালের জন্য প্রস্তুতি তুঙ্গে উঠেছে। তবে এখানেই শেষ হচ্ছে না উৎসবের মরশুম। এই কার্নিভ্যালের পরই বিজয়া সম্মিলনীর |সম্ভবত ১২ অক্টোবর বুধবার মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী হবে বলে জানা যাচ্ছে।এবার বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই ঘোষণা করেছিলেন বড় করে হবে দুর্গাপুজোর কার্নিভ্যাল। তাই জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল শুরু হচ্ছে। আর শনিবার মূল কার্নিভ্যাল হবে কলকাতার রেড রোডে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে থাকছেন। আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যপাল লা গণেশনকে।বিজয়া সম্মিলনী আগামী বুধবার হতে চলেছে। সেখানে শিল্পমহলের বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষ সেখানে আসবেন। এমনকী অভিনেতা–অভিনেত্রীরা সেখানে হাজির হতে পারেন বলে সূত্রের খবর। তবে ইতিমধ্যেই কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া সেরেছেন জেলা এবং রাজ্যস্তরের বহু তৃণমূল কংগ্রেস নেতা–মন্ত্রী। মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন। বিজয়া সম্মিলনীর পর মুখ্যমন্ত্রীর জেলা সফরে যাবেন বলে সূত্রের খবর।আনুষ্ঠানিকভাবে বিজয়া সম্মিলনী আগামী বুধবার হলেও বৃহস্পতিবার থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বিজয়া শুরু হয়ে গিয়েছে। সকাল থেকেই সমাজের বিভিন্ন স্তরের মানুষ কালীঘাটের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বিজয়া সেরে গিয়েছেন। জেলা ও রাজ্যস্তরের বহু তৃণমূল নেতা ও কর্মীও এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন। অন্যান্য বছরের মতো এদিন সকাল থেকেই ছিল তাঁর বাড়িতে উপচে পড়া ভিড়। মুখ্যমন্ত্রী সকলের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন।
Hindustan TV Bangla Bengali News Portal