Breaking News

‘হতাশায়’ ভুগছে তৃণমূল কংগ্রেস, বারুইপুরের সভা থেকে ফের শাসকদলকে তুলোধোনা রাজীবের

প্রসেনজিৎ ধর :- ‘হতাশায়’ ভুগছে তৃণমূল কংগ্রেস | আর সেই হতাশার’ কারণেই যেখানে বিজেপি সভা করতে যাচ্ছে, সেখানেই কালো পতাকা দেখানো হচ্ছে | বারুইপুরে বিজেপির জনসভা থেকে গেরুয়া উত্তরীয় গায়ে মঞ্চে উঠে ছেড়ে আসা দলকে আক্রমণ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় | সভা মঞ্চ থেকে রাজীব বলেন, “যেখানেই বিজেপি সভা করতে যাচ্ছে, সেখানেই তৃণমূলের মধ্যে ভয়-ভয়, গেল-গেল রব উঠে যাচ্ছে। কেন এত ভয়? কেন এত হতাশা? এত অবিশ্বাসই বা কেন? আমাদের কালো পতাকা দেখিয়ে স্বাগত জানাচ্ছে | এটাই তৃণমূল কংগ্রেসের দেউলিয়া অবস্থা প্রমাণ করে দেয় | যত ঘৃণ্য প্রচার করবে, কুৎসা করবে, তত ভারতীয় জনতা পার্টির উপর আশীর্বাদ নেমে আসবে | আসলে এই কালো পতাকা আমাদের জেদ বাড়িয়ে দেয় |” ‌এদিন রাজীব আরও বলেন, রাজ্য ও কেন্দ্র লাগাতার ঝগড়া করে যাওয়ার কারণেই রাজ্যবাসী উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে বলেও দাবি করেন তিনি| নাম না করে এই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন তিনি। রাজীবের কথায়, “তিনি কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক রাখেননি। শুধু ঝগড়াই করে গিয়েছেন।” রাজীব আরও বলেন, “এই রাজ্য সরকারের আমলে পাঁচ লক্ষ শূন্যপদ পড়ে রয়েছে | কেউ স্থায়ী চাকরি পায়নি | বিজেপি সরকার এলে স্থায়ী চাকরির ব্যবস্থা করা হবে | বাংলা মানুষ চাইছে কেন্দ্র ও রাজ্যে একই সরকার হোক | অমিত শাহ কথা দিয়েছেন আমাকে, বিজেপি ক্ষমতায় এলে বাংলার জন্য স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হবে।”

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *