Breaking News

বারুইপুরের সভায় বিজেপিতে যোগদান ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদারের, অভিষেকের গড়ে ধাক্কা তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা :- এবার সরাসরি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ডহারবারে থাবা বসালো বিজেপি | তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেন ডায়মন্ডহারবারের বিধায়ক দীপক হালদার | সোমবারই তৃণমূলের সমস্ত পদে ইস্তফা দেন তিনি | তখনই একপ্রকার তাঁর বিজেপিতে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল | এরপর মঙ্গলবার বারুইপুরে পাকাপাকি বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি | তাঁর এই সিদ্ধান্তের কারণ হিসেবে দীপকবাবু জানিয়েছেন, ‘গত সাড়ে ৪ বছর ধরে অসম্মান করা হয়েছে, কোনও রাজনৈতিক কর্মসূচিতে ডাকা হয়নি। এমনকি বিভিন্ন বিষয়ে দলকে জানিয়েও কোনও লাভ হয়নি |’ এরপরেই আর তৃণমূল কংগ্রস করবেন না বলে সিদ্ধান্ত নেন দীপকবাবু |

প্রসঙ্গত, শুভেন্দু অধিকারী কার্যত তৃণমূলের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছিলেন, ‘২রা ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা ফাঁকা করে দেব | তৃণমূল কংগ্রেস কোম্পানি করার আর লোক থাকবে না|’ রাজনৈতিক মহলে প্রশ্ন, ২ তারিখে দীপক হালদারের বিজেপিতে যোগাদন তবে কি চ্যালেঞ্জকে বাস্তবায়িত করারই সূচনা? এখানেই শেষ নয়, মঙ্গলবার বারুইপুরের সভা থেকে শুভেন্দুর নয়া চ্যালেঞ্জ, ‘তোলাবাজ ভাইপোর জেলায় সবচেয়ে ভাল ফল করবে বিজেপি |’ অভিযেক যে ডায়মন্ডহারবার কেন্দ্রের সাংসদ, সেখানকারই বিধায়ক নাম লেখালেন পদ্ম শিবিরে | এখন দেখবার ভাঙন ঠেকাতে কোন স্ট্র্যাটেজি নেয় তৃণমূল কংগ্রেস|

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *