দেবরীনা মণ্ডল সাহা :- শেষপর্যন্ত ২ নির্দল কাউন্সিলর কংগ্রেসকে সমর্থন করায় ঝালদা পুরসভা হাতছাড়া হল তৃণমূল কংগ্রেসের। এখন কংগ্রেস শিবিরে রইল ৭ কাউন্সিলর। অন্যদিকে, তৃণমূলের হাতে রইল ৫ কাউন্সিলর। আজ তলবি সভা ছিল। তাতে অনুপস্থিত ছিলেন তৃণমূল কাউন্সিলররা।কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের ওপর সোমবার ছিল ভোটাভুটির দিন। এই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি ঘিরে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সারা শহর জুড়েই জারি করা হয়েছিল ১৪৪ ধারা। নির্দিষ্ট সময়ের অনেক আগে থেকেই ঝালদা পুরসভা ভবনে চলে আসেন ৫জন কংগ্রেস কাউন্সিলর। চলে আসেন ২জন নির্দল কাউন্সিলরও। কিন্তু এদিনের বৈঠকে যোগ দেননি তৃণমূলের ৫জন কাউন্সিলর। কার্যত সেই সময়েই পরিষ্কার হয়ে যায় ঝালদা পুরসভায় তৃণমূল পরিচালিত পুরবোর্ডের পতন ঘটতে চলেছে। হয়ও তাই। ২ নির্দল কাউন্সিলরের সমর্থনে অনাস্থা প্রস্তাবে জয়ী হয় কংগ্রেস। এরপরেই সেখানে পুরবোর্ড গঠনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে কংগ্রেসের তরফে। কিন্তু গল্পটা এখনও বাকি আছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে ঝালদায় প্রশাসক বসাতে চলেছে রাজ্য সরকার। সেই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে এই পুরসভাতেও ভোট করিয়ে নিতে চাইছে রাজ্য।সোমবার ওই তলবি সভা নিয়ে প্রবল উত্তেজনা ছিল ঝালদা পুরসভায়। মোতায়েন করা হয় প্রচুর সংখ্যক পুলিশ । রাজ্য শাসন ক্ষমতায় থাকার পরেও আজ ভোটাভুটিতে অংশ নিল না তৃণমূল কংগ্রেস। এই ওয়াকওভারের ফলে কংগ্রেসের দিকে চলে গেল ভোটাভুটির রায়। এতদিন ২ নির্দল কাউন্সিলর ছিলেন তৃণমূলের দিকে। আজ তারা কংগ্রেসকে সমর্থন করেন। ফলে গত ৭ ধরে ঝালদা পুরসভার পুরবোর্ড তৃণমূলের দখলে থাকার পর তা আজ কংগ্রসের দখলে চলে গেল।
পুরসভা কংগ্রেসের হাতে আসার পর কয়েকদিনের মধ্যেই মহকুমা শাসক আইন মোতাবেক পুরসভার চেয়ারম্যান নির্বাচন করার প্রক্রিয়া শুরু করবেন। বোর্ড গঠনের কথা বলতে গেলে আজই পুরসভা দখল করল কংগ্রেস।