Breaking News

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে ‘মহাগুরু’কে মাঠে নামাচ্ছে গেরুয়া শিবির!টানা প্রচার কর্মসূচি নিয়ে শহরে মিঠুন চক্রবর্তী

দেবরীনা মণ্ডল সাহা, কলকাতা :- পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যে এলেন মিঠুন চক্রবর্তী। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন মহাগুরু। আগামীকাল, বুধবার পুরুলিয়ায় বিজেপির পঞ্চায়েত সম্মেলনে যোগ দেবেন তিনি। পুরুলিয়া দিয়েই সফর শুরু করবেন তিনি। সব ক্ষেত্রেই তিনি জেলার পঞ্চায়েত কার্যকর্তা সম্মেলনে যোগ দেবেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রচারে লক্ষ্যেই রাজ্যে এসেছেন বলে সূত্রের খবর।দুর্বল সংগঠনকেই চাঙ্গা করে তুলে পঞ্চায়েত নির্বাচনের আগে বঙ্গের পদ্ম ব্রিগেডের তুরুপের তাস এখন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী। তাঁকে দিয়ে জেলা সফর করানোর কর্মসূচি স্থির করেছেন সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীরা। সেকথা কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বও ‘মহাগুরু’কে সেই মর্মে নির্দেশ দিয়েছেন।এদিন কলকাতা বিমানবন্দরে নেমে তাঁর আসার বিষয়ে জানান। আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‌দলের সভাপতির নির্দেশে আমি এসেছি। দলের কাজ করতে এসেছি। আমি যা করব সেটা সবাই জানতে পারবেন। আমি লুকিয়ে কোনও কিছু করব না।’‌ আর বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‌মিঠুন চক্রবর্তী শুধু বাংলার নয়, গোটা দেশের আইকন। চলতি মাসে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে তিনি অংশ নেওয়ার পাশাপাশি আগামী দিনে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে তিনি জেলার বিভিন্ন প্রান্তে প্রচার করবেন।’‌বিজেপি সূত্রে খবর, আগামী ২৩ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মিঠুন চক্রবর্তীর ঠাসা কর্মসূচি রয়েছে এই রাজ্যে। কাল, ২৩ তারিখ তিনি পুরুলিয়া প্রচার করবেন। ২৪ তারিখ বাঁকুড়ায় প্রচার করবেন। ২৫ তারিখ বিষ্ণুপুরে যাবেন তিনি। ২৬ তারিখ আসানসোল কর্মসূচি রয়েছে তাঁর। আর শেষদিন ২৭ তারিখ বোলপুরে প্রচার করবেন তিনি। গোটা সফরে মিঠুনের সঙ্গী হবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এই সূচির অধিকাংশ জায়গাতেই বিজেপির সংগঠন অনেকটা মজবুত। সবচেয়ে তাৎপর্যপূর্ণ শেষ দিনের কর্মসূচি। অনুব্রতর গড় বোলপুরে ওইদিন সভা করবেন ‘মহাগুরু’।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *