দেবাশিস পাল,মালদহ :- বল ভেবে ফের খেলতে গিয়ে বোমা ফেটে আহত দুই শিশু। ঘটনাটি ঘটেছে ,মালদহের মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বালু টলা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে ,আহত শিশু বাড়ির পার্শ্ববর্তী ইটভাটা এলাকা থেকে বল ভেবে একটি বোমা বাড়ি নিয়ে আসে। বাড়ির লোক সেটাকে বাইরে ফেলে আসতে বললে শিশুটি বাইরে ফেলতে যায়। বাড়ির সামনে সিঁড়ির কাছে বোমাটি ফেটে যায়। এই ঘটনায় দুই শিশু আহত হয়েছে। আহতরা হলো আসিরুল ইসলাম বয়স ৯ বছর। আহত শিশু তৃতীয় শ্রেণীর ছাত্র।আহত শিশু নাসু টোলা প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র। ওপর আহত শিশুর নাম আব্দুল মোমিন। বয়স আনুমানিক ৭ বছর। এই ঘটনার পর আহত দুই শিশুকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয় এই ঘটনায় ওই এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনার খবর পেয়ে ঘটনা তদন্তে যান স্থানীয় থানার পুলিশ যে ইটভাটা এলাকায় ওই বোমা উদ্ধার হয়েছিল সেখানে তল্লাশি চালায় পুলিশ। স্থানীয়দের অভিযোগ,রোজই ওই আম বাগানে পাড়ার শিশুরা খেলাধুলা করে। আজও তারা খেলছিল। তারই মধ্যে ওই বোমাগুলিকে নিয়ে খেলতে গিয়ে বিকট শব্দে তা ফেটে যায়। প্রবল সেই শব্দে চমকে উঠেন পাড়ার মানুষজন। তারা এসে দেখেন দুই শিশু গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে। কারও মাথায় আঘাত তো কারও পায়ে ক্ষত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তাদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। এলাকার মানুষের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমা মজুত করা হচ্ছিল।মানিকচকে বোমা বিস্ফোরণ নিয়ে রাজ্যে বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বলেন, রোজ এই ধরনের ঘটনা ঘটছে। বলার সীমা পার হয়ে গিয়েছে। আপনাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে যাচ্ছে। গ্রামগঞ্জে বোমা-বন্দুক ছেয়ে গিয়েছে। এর বলি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম। মানুষকে সুরক্ষা দিতে পারে না এই সরকার। শুধু রাজনীতি করে। এদের ক্ষমতায় থাকার অধিকার নেই। পুলিসও সুরক্ষিত নয়। পঞ্চায়েত নির্বাচন বলে এই অবস্থা নয়। এখানে কোনও আইন শৃঙ্খলা নেই। গোটা রাজ্যেই তাই অন্য রাজ্যের সমাজবিরোধীরা এখানে এসে আশ্রয় নিচ্ছে।